bangla kobita
জানি,তোমাকে দেবার মতো
আর কিছুই অবশিষ্ট নেই আমার,
আছে শুধু আজ মৃত্যুহীন প্রাণ এক
আর কয়েক ছত্র দুর্বোধ্য আর অর্থহীন কবিতা ।
জানি, এ সবেরও কোন অর্থ নেই তোমার কাছে
তুমি আজ সুদূরিকা, নীল যার রঙ
তবু আমি মুছে রঙ সাজাই বাসর
অর্থ খুঁজি প্রতিটি ফুলের,
রেণুর আর পরাগদানির;
জানি তুমি সুদূরিকা, নীল যার রঙ ।
-জসিম উদ্দিন
০৮ সেপ্টেম্বর ২০১০
এস.এম. হল ঢাবি(কবিতা)



Chittagong
0 comments:
Post a Comment