Bangla Kobita
তুমি কি আমার দু'হাত ভরা জোছনা হবে ?আদর দিয়ে,মাখবো তোমায় আমার গালে ।
তুমি কি দক্ষিণ বাতাস হয়ে আসবে কাছে ?
খরতাপে,দুঃখে,শোকে
পুড়বো যখন এক সকালে ?
বল,তুমি কি বৃষ্টি হয়ে ভেজাবে আমায় ?
ক্লান্তি এসে করবে যখন দখল আমায় ?
তুমি কি হবে এক আজলা জল আমার ?
তৃষ্ণা আমার মিটিয়ে দিয়ে
ভিজিয়ে দেবে দেহের খামার ?
তুমি আমার একটুখানি অক্সিজেন হবে ?
নিঃশ্বাস যদি বন্ধ হতে চায় কখনও ?
তুমি কি আমার একটি রাতের ঘুম হবে ?
ঘুম যদি আমার কাছে
নাইবা আসে আর কখনও ?
তুমি কি আমার একমুঠো স্বপ্ন হবে ?
হাতটা ধরে দুজন মিলেই দেখবো না হয় ।
তুমি কি আমার গোপন কোন কষ্ট হবে ?
বুকের ভেতর খুব যতনে
লুকিয়ে তোমায় রাখবো না হয় ?
তুমি কি আমার সুন্দরতম মিথ্যা হবে ?
সত্যগুলো ভীষণ কঠিন হয়
আমায় তুমি মিথ্যে করেই জড়িয়ে রেখো
তোমায় ছেড়ে দূরে যেতে
আমার ভীষণ ভয়...
লোপা হোসেইন
১১/০৪/২০১৪
0 comments:
Post a Comment