bangla kobita
বৃষ্টি আমার চেতনায়, বৃষ্টি আমার ধ্যানে,ছন্দে আজি বৃষ্টি শুধু, বৃষ্টি আমার গানে;বৃষ্টি বিহীন চাইনা আকাশ, চাইনা ভোরের আলো
অনেক করে বৃষ্টি নামুক আকাশ করে কালো
সাগরতীরে বৃষ্টি নামুক, নামুক সবুজ প্রান্তরে
বৃষ্টি নামুক তোমার টানে সদাই আমার অন্তরে
বৃষ্টি পড়ুক কলমীলতায়, হাস্নাহেনার ডালে
বৃষ্টি পড়ুক আমার প্রিয়ার টোল পড়া ও গালে
বৃষ্টি ফোঁটা সিক্ত করুক কদম ফুলের পাঁপড়িকে
আকাশ ভেংগে বৃষ্টি নামুক আমার সুখের ঝুঁপড়িতে
আমরা সখা হারিয়ে যাবো বৃষ্টি সুখের অরণ্যে
বৃষ্টি ধারায় সিক্ত হবো জ্যোৎস্না স্রোতের লাবণ্যে
বৃষ্টি বিলাস করবো দু’জন দূরের কোনো দ্বীপে
বৃষ্টি ধারায়মিশে যাবো প্রিয়ার প্রেমে সঁপে
বৃষ্টি নামুক অঝোর ধারায় আমার প্রিয়ার দৃষ্টিতে
বৃষ্টি সুখে মাতবো দু’জন নতুন প্রাণের সৃষ্টিতে
বৃষ্টিতে... বৃষ্টিতে... বৃষ্টিতে... বৃষ্টিতে... বৃষ্টিতে... বৃষ্টিতে...
`、ヽ `、ヽ `、ヽ、ヽ` ヽ、、ヽ `ヽ` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ ` `、ヽ、`` বৃষ্টিতেヽヽ `` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ、 ヽ、、ヽ` `、ヽ、、ヽ、``、 ヽヽ、`` বৃষ্টিতে ヽ、、ヽ、`` বৃষ্টিতে ヽ、` `、ヽ、、ヽ、 ヽ `、ヽ` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ、 ヽ、、ヽ``、ヽ、、 ヽ、` `、ヽ、、ヽ、ヽ `、ヽ、 বৃষ্টিতে`、ヽ、、ヽ、ヽ、 、 ヽ` `、ヽ、、ヽ、ヽ বৃষ্টিতেヽヽ `` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ、 ヽ、、ヽ` `、ヽ、、ヽ、``、 ヽヽ、`` বৃষ্টিতে ヽ、、ヽ、`` বৃষ্টিতেヽ、` `、ヽ、、ヽ、 ヽ `、ヽ` `、ヽ、、ヽ、` `、ヽ、、ヽ
-জসিম উদ্দিন
উত্তরা
২২ অক্টোবর ২০১৩(কবিতা)




Chittagong
0 comments:
Post a Comment