স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Sunday, April 13, 2014
কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই ll
কফি হাউজের সেই
আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই
কোথায় হারিয়ে
গেলো সোনালী বিকেলগুলো সেই….আজ আর নেই।
নিখিলেশ প্যারিসে,
মঈদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে
গ্র্যান্ডের
গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা, ঘুমিয়ে আছে যে আজ
কবরে
কাকে যেনো
ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে, পাগলা গারদে আছে
রমা রয়
... অমলটা ধুকছে
দুরন্ত ক্যান্সারে, জীবনকরেনি তাকে
ক্ষমা হায়।
কফি হাউজের সেই
আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই
কোথায় হারিয়ে
গেলো সোনালী বিকেলগুলো সেই….আজ আর নেই।
হীরে আর জহরতে
আগা গোড়া মোড়া সে, বাড়ি-গাড়ি সবকিছু
দামী তার
আর্ট কলেজের ছেলে
নিখিলেশ সান্যাল, বিজ্ঞাপনের ছবি
আকত
আর চোখ ভরা কথা
নিয়ে নির্বাক শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু থাকতো
কফি হাউজের সেই
আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই।
একটা টেবিলে সেই
তিন চার ঘন্টা, চারমিনার ঠোটে
জ্বলতো
কখনো বিষ্ণু দে,
কখনো যামিনী রায় এই নিয়ে
তর্কটা চলত।
রোদ ঝড় বৃষ্টিতে,
যেখানেই যে থাকুক,
কাজ সেরে ঠিক এসে জুটতাম
চারটেতে শুরু করে
জমিয়ে আড্ডা মেরে, সাড়ে সাতটায় ঠিক
উঠতাম
কফি হাউজের সেই
আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই।
কবি কবি চেহারা,
কাধেতে ঝোলানো ব্যাগ মুছে
যাবে অমলের নামটা
একটা কবিতাও তার
হলো না কোথাও ছাপা, পেলো না সে
প্রতিভার দামটা
অফিসের সোস্যালে,
অ্যামেচার নাটকে, রমা রয় অভিনয় করত
কাগজের রিপোর্টার
মঈদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত।
কফি হাউজের সেই
আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই
কোথায় হারিয়ে
গেলো সোনালী বিকেলগুলো সেই….আজ আর নেই।
সেই সাতজন নেই আজ
টেবিলটা তবু আছে, সাতটা পেয়ালা আজও
খালি নেই
একই সে বাগানে আজ
এসেছে নতুন কুড়ি, শুধু সেই সেদিনের
মালী নেই।
কত স্বপ্নের রোদ
উঠে এই কফিহাউজে, কত স্বপ্ন মেঘে
ঢেকে যায়
কতজন এল গেল
কতজনই আসবে, কফিহাউজটা শুধু
থেকে যায়
কফি হাউজের সেই
আড্ডাটা আজ আর নেই….আজ আর নেই
কোথায় হারিয়ে
গেলো সোনালী বিকেলগুলো সেই….আজ আর নেই।
----------------------------------------মান্না দে
কথা- গৌরী
প্রসন্ন মজুমদার
Labels:
bangla gaan,
bangla song,
গান
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
0 comments:
Post a Comment