শ্বাপদসংকুল আজ তার পথচলা
মৃত নয় তবু, খুবলেখুবলে খায় যত হায়েনা শকুন
অন্তরাত্মা আজ সময়ের,ক্ষত বিক্ষত তার পাঁজরের ডালা,কী নিষ্ঠুর নিয়তি তার প্রতাপের,তবে কি তুমি হয়েছো বাসি? যে উচ্চ শির
আজন্ম, হে সময়, কেন আজ দিশেহারা?
আমি যে আজও তোমার প্রতীক্ষায় ।
ঝাপসা হয়ে আসে দৃষ্টি আজ অশ্রুরকুঠারাঘাতে
কী কঠিন,ইস্পাত তোমার অবিচলতা !
স্বপ্ন দেখি তবু,
একদিন তুমিই হবে পথের দিশারী আবার ।
-জসিম উদ্দিন
উত্তরা
০১ অক্টোবর ২০১৩
0 comments:
Post a Comment