Bangla Kobita
এখন আমার অনেক কেউ, একা করে আমায়
অনেক কাছের যে জন আমি, সে জন বহুদূরে’
পুরনো সব স্মৃতিরা আজ খাচ্ছে কুরে কুরে
চন্ডালিকা এই যে আমি খুঁজে পথের দিশা,
কল্পনার ঐ নোনা জলে মিটে কি আর তৃষা?
পথের বাঁকে পথ হারিয়ে পথকে খুঁজি পথে
একলা একাই মরছি ঘুরে জীবন নামের রথে
একলা আমার অসীম আকাশ, একলা আমি উড়ি
বাস্তবতার মরুতে আজ কুড়াই পাথর নুড়ি;
ভালোবাসার সমুদ্র আজ ঊষর কোন চর,
য়তই খুঁজি বৃষ্টি আজি, দৃষ্টি জোড়া পাথর
মিথ্যে দিয়ে ঢাকা হেথা তোমার সবুজ প্রেম,
ভুল করে ভুল সাগরে পাড়ি দিয়েছিলেম ।
0 comments:
Post a Comment