bangla poem
শেষ কবে শ্রাবণের ঢল দেখেছো?তীব্র হিমে হেলেঞ্চার ফুল কিংবা
সরিষার খেতে মৌমাছির মিছিল?
কিংবা ডালিমের বুকচেরা রক্তাক্ত হৃদয়?
কিংবা পৌষের নিঃঝুম রাতে পেঁচকের আর্তনাদ
তারাদের লুকোচুরি, অথবা উল্কাপাত?
জোনাকির আরাধনা রাতের গহিনে
সবুজের স্নান যেথা ঘাসের বনে?
দেখেছো কী শোভা তুমি ক্ষণিক পলকে
যেথা আমি নিদহীন চোখ রেখে তোমার অলকে?
মনে কী পড়ে শেষ কবে ঝড়ের রাতে
ফোঁটায় ফোঁটায় চন্দ্র ঝরে, দু'চোখ ভরে কান্না তোমার,
মুখ লুকিয়ে বুকের ঘরে?
মনে কী পড়ে শেষ কবে.. 'তোমাকেই ভালোবাসি' বলে
লজ্জায় একসারা তুমি?
তাকিয়ে আছি বৃষ্টি ফোঁটায়, অতীত আমায় শুধুই ভাবায়।
কোথায় তুমি কোন কাননে, পড়ে না কী কভুই মনে?
অতীত তুমি এমনি করে আর কতকাল
স্বপ্নমাখা রাত গুলো সব করবে সকাল?
শেষ কবে গিয়েছিলে মন রাঙিয়ে?
শেষ কবে...?
এমনি করে প্রশ্ন হাজার যাচ্ছে সদাই ঘুম ভাঙ্গিয়ে!
.......................................
মোঃ জসিম উদ্দিন
উত্তরা
০৫ জুলাই ২০১৪
0 comments:
Post a Comment