নানা রুপে নানা রঙে নানা ভঙ্গিমায়
মায়াবী রাতে জ্বলা জোনাকির মতো
আমাকে জাগিয়ে জাগ্রত কবিতায়
ঘুমন্ত শহরে ঘুমাও তুমি পুরনো মায়ায়।
কখনও অধীর বধির আমি পূর্ণ চাঁদের
সোহাগী আভায়
তোমারই আঁচল জড়িয়ে আমার গায়।
এ কেমন তুমি?
দিবা-নিশি ভাবাও আমায় এ ভরা পূর্ণিমায়।
কোথায় তোমার বাস সজনী? কোথায় বিচরণ?
পলকে পলকে জাগাও মনে এ কেমন শিহরণ!
নীলকণ্ঠ বাঁজায় বাঁশি কোন রাধিকার মোহন মায়ায়?
সেও কী তবে স্বর্গ ছেড়ে মর্তে এলো খুঁজতে তোমায়?
ঘুমাও কেন চন্দ্রমুখী,একটু জাগো, তোমায় দেখি
নীল জোছনায়
অঙ্গে মাখি আবার তোমায় আদিম বাসনায়।
উত্তরা
০৯সেপ্টেম্বর ২০১৪
0 comments:
Post a Comment