স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Tuesday, April 29, 2014
Sunday, April 27, 2014
Saturday, April 26, 2014
Monday, April 21, 2014
Board Book For Class 1-10
ডাউনলোড করুন ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর বোর্ড বই গুলো একদম ফ্রী !!!
প্রথম শ্রেণি
দ্বিতীয় শ্রেণি
Sunday, April 20, 2014
দূরে আছো দূরে ll
bangla kobita
উষ্ণ দেহ ছেনে
ছেনে কুড়িয়েছি সুখ,
পরস্পর খুড়ে
খুড়ে নিভৃতি খুঁজেছি।
তোমার তোমাকে আমি
ছুঁতে পারি নাই।
যেভাবে ঝিনুক
খুলে মুক্ত খোঁজে লোকে
আমাকে খুলেই তুমি
পেয়েছো অসুখ,
পেয়েছো
কিনারাহীন আগুনের নদী।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা,
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এই গরমে নিজেকে সুন্দর রাখুন ll
Beauty Tips
বৈশাখের
শুরুতেই সূর্যের প্রখরতা
বেড়েছে। তাই এই প্রচন্ড গরমে সুস্থ থাকার পাশাপাশি সুন্দর থাকার জন্য একটু বাড়তি
যত্ন নেয়া জরুরি।তাই
গরমে সতেজ এবং সুন্দর থাকতে চাইলে আপনাকে অবশ্যই কিছু টিপস্ মেনে
চলতে হবে।
ত্বকের যত্ন
১। প্রচণ্ড গরমে ত্বক শুষ্ক
হয়ে পড়ে। তাই রূপচর্চা করা জরুরি। ত্বক তৈলাক্ত হলে বার
বার মুখ পরিষ্কার করতে হবে। শসা বাটা এবং মশুরী ডাল বাটা দুটো পেস্ট করে মুখে
লাগিয়ে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। আপনার মুখের তেলতেলে ভাব কেটে যাবে।
Labels:
Beauty Tips
বিষবৃক্ষ ভালোবাসা ll
bangla kobita
তোমার না-থাকা
ভালোবেসে কিছু ভুলকে বেধেছি বক্ষে,
কিছু বলো নাই-ভুল
বৃক্ষকে অবাধে দিয়েছো বাড়তে।
তুমি কিই জানতে
ওই তরু নয়
স্বাস্থ্যোপযোগী,ওতো সেই
বিষবৃক্ষ।
তুমি কি জানতে ওই
ভুল বোধ কতখানি ক্ষতি,নষ্ট !
তাহলে আমার ভুল
নির্মাণ-করোনি তা কেন ধ্বংস ?
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা,
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
বিষ ll
bangla kobita
যেমন রক্তের
মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ
তারপর ফুটে ওঠে
ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ
তেমনি দ্যাখো দুরারোগ্য ব্যাধি
ধর্মান্ধ পিশাচ
আর পরকাল ব্যবসায়ী রূপে
ক্রমশঃ উঠছে ফুটে
ক্ষয়রোগ, রোগের প্রকোপ
একদার অন্ধকারে
ধর্ম এনে দিয়েছিল আলো,
আজ তার কংকালের
হাড় আর পঁচা মাংসগুলো
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা,
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
Saturday, April 19, 2014
বাতাসে লাশের গন্ধ ll
bangla kobita
আজো আমি বাতাসে
লাশের গন্ধ পাই
আজো আমি মাটিতে
মৃত্যূর নগ্ননৃত্য দেখি,
ধর্ষিতার কাতর
চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভেতরে…
এ দেশ কি ভুলে
গেছে সেই দু:স্বপ্নের রাত, সেই রক্তাক্ত
সময় ?
বাতাসে লাশের গন্ধ
ভাসে
মাটিতে লেগে আছে
রক্তের দাগ।
এই রক্তমাখা মটির
ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিলো।
জীর্ণ জীবনের
পুঁজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধাঁর,
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা,
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমার সমস্ত পরাজয় ll
bangla kobita
পৃথিবীর সমস্ত যুদ্ধে জয়ী অমিত সৈনিক
আমি শুধু ফুলের নিকতে এসে
পরাজিত হই,
আমি শুধু নিসর্গের
পদপ্রান্তে রাখি আমার প্রনাম
আমি সব অন্যায়ের বর্বর
পাজরে
সজোরে ঘৃনার লাথি মেরে
ছিড়েছি মুখোশ,
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা,
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আফিম তবুও ভালো, ধর্ম সে তো হেমলক বিষ ll
bangla kobita
যেমন রক্তের
মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ
তারপর ফুটে ওঠে
ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ
তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি
ধর্মান্ধ পিশাচ
আর পরকাল ব্যবসায়ি রূপে
ক্রমশঃ উঠছে ফুটে
ক্ষয়রোগ, রোগের প্রকোপ
একদার অন্ধকারে
ধর্ম এনে দিয়েছিল আলো,
আজ তার কংকালের
হাড় আর পঁচা মাংসগুলো
ফেরি কোরে ফেরে
কিছু স্বার্থাণ্বেষী ফাউল মানুষ-
সৃষ্টির অজানা
অংশ পূর্ণ করে গালগল্প দিয়ে।
আফিম তবুও ভালো,
ধর্ম সে তো হেমলক বিষ।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা,
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
সঠিক নিয়মে দাঁত ব্রাশের ৯ পরামর্শ ll
Health Tips
আমাদের দিন শুরু
ও শেষ হয় দাঁত ব্রাশ করা দিয়ে। অথচ অনেকেই হয়তো জানেন না দাঁত ব্রাশ করার সঠিক
নিয়মকানুন; বিশেষ করে আপনি
নিজেই যদি না জেনে থাকেন, তবে বাড়ির
শিশুটিকে শেখাতেও পারবেন না। আর সঠিক নিয়মে ব্রাশ না করলে লেগে থাকবে দাঁত ও মুখের
নানা সমস্যা। তাই জেনে নিন কীভাবে দাঁত ব্রাশ করা উচিত।
Labels:
Health Tips
একাকিত্ব রোগবালাই বাড়ায় ll
Health Tips
পরিবার-পরিজনহীন
অবস্থায় একা থাকা ও একাকী জীবন যাপন করা কেবল মানসিক সমস্যাই নয়, বরং কিছু মারাত্মক রোগেরও ঝুঁকি
বাড়িয়ে দিতে পারে।
সম্প্রতি প্লস
মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বিজ্ঞানীরা দাবি করছেন, স্বাস্থ্যের ওপর একা থাকার নেতিবাচক প্রভাব প্রায় দিনে
১৫টি সিগারেট
খাওয়ার প্রভাবের সমান। একাকিত্ব বিষণ্নতা, উদ্বেগজনিত রোগ বা অ্যাংজাইটি ডিসঅর্ডার এবং মাদকাসক্তির
ঝুঁকি বাড়ায়। এ ছাড়া উচ্চ রক্তচাপ, হূদেরাগ ও ক্যানসারের হারও নিঃসঙ্গ মানুষের মধ্যে বেশি।
এর কারণ, নিঃসঙ্গতা
একধরনের মানসিক চাপ তৈরি করে। অতিরিক্ত স্ট্রেস হরমোন নিঃসরণ হূদেরাগ, উচ্চ রক্তচাপ ইত্যাদির জন্য দায়ী।
অপরদিকে প্রিয়জনের সান্নিধ্য অক্সিটোসিন হরমোন নিঃসরণ বাড়ায়, যা মানুষকে প্রশান্তি এনে দেয়।
প্রদাহ ও মানসিক চাপ
কমায়।
এবিসি হেলথ।
Labels:
Health Tips
অনিদ্রা দূর করতে ৭ পরামর্শ ll
Health Tips
সপ্তাহে তিন দিন
বা তার বেশি ঘুম না আসা, বারবার ঘুম ভেঙে
যাওয়া, ঘুমোতে সমস্যা,
অল্প সময় ঘুম হওয়া এবং
ঘুম থেকে ওঠার পর ক্লান্তি ভাব, সারা দিন খিটখিটে
ভাব ইত্যাদি ইনসোমনিয়া বা অনিদ্রার লক্ষণ। মস্তিষ্কের নিউরোহরমোনাল অসামঞ্জস্য
অনিদ্রার অন্যতম কারণ।
এমন সমস্যার
কারণে কর্মক্ষমতা, বুদ্ধিমত্তা ও
মনোযোগ কমতে পারে। শারীরিক ক্ষতিও হতে পারে। যেমন: ওজনাধিক্য, রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হূদেরাগের ঝুঁকি বাড়ায়।
Labels:
Health Tips
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ ll
লেখক পরিচিতি
রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ (জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, মৃত্যু: ১৯৯১ সালের ২১ জুন) একজন প্রয়াত বাংলাদেশী কবি ও গীতিকার যিনি " প্রতিবাদী রোমান্টিক" হিসাবে খ্যাত। আশির দশকে কবিকণ্ঠে কবিতা পাঠে যে কজন কবি বাংলাদেশী শ্রোতাদের কাছে প্রিয় হয়ে ওঠেন তিনি তাদের অন্যতম। তার জনপ্রিয় কবিতার মধ্যে অন্যতম "যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সে মাঠে আজ বসে নেশার হাট", "বাতাসে লাশের গন্ধ"। এই কবির স্মরণে বাংলাদেশের বাগেরহাট জেলার মংলার মিঠেখালিতে গড়ে উঠেছে "রুদ্র স্মৃতি সংসদ"।
Labels:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ,
লেখক পরিচিতি
অবেলায় শঙ্খধ্বনি ll
bangla kobita
অতোটা হৃদয় প্রয়োজন নেই,কিছুটা শরীর কিছুটা মাংস মাধবীও চাই।
এতোটা গ্রহণ এতো প্রশংসা প্রয়োজন নেই
কিছুটা আঘাত অবহেলা চাই প্রত্যাখান।
সাহস আমাকে প্ররোচনা দেয়
জীবন কিছুটা যাতনা শেখায়,
ক্ষুধা ও খরার এই অবেলায়
অতোটা ফুলের প্রয়োজন নেই।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
এ কেমন ভ্রান্তি আমার ll
bangla kobita
এ কেমন ভ্রান্তি
আমার !
এলে মনে হয় দূরে
স'রে আছো, বহুদূরে,
দূরত্বের পরিধি
ক্রমশ বেড়ে যাচ্ছে আকাশ।
এলে মনে হয়
অন্যরকম জল হাওয়া, প্রকৃতি,
অন্য ভূগোল,
বিষুবরেখারা সব অন্য
অর্থবহ-
তুমি এলে মনে হয়
আকাশে জলের ঘ্রান।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
আকাশে সাতটি তারা ll
bangla kobita
আকাশে সাতটি তারা যখন
উঠেছে ফুটে আমি এই ঘাসে
ব’সে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো
গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—
আসিয়াছে শান্ত অনুগত
বাংলার নীল সন্ধ্যা-
কেশবতী কন্যা যেন এসেছে আকাশে;
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ওরে নীল দরিয়া ll
Bangla Lyrics
ওরে নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।
কাছের মানুষ দুরে থুইয়া,
মরি আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি।।
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূয়া
হায়রে কি জানি কি করে।
ওরে সাম্পানের নাইয়া,
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
"এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে" ll
bangla kobita
এলো এলো রে বৈশাখী ঝড় এলো এলো রে,
ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর।
পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।।
ঘনবন–কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি,
সভয়ে নত চরণে ভীতা বসুমতী।
সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে
পায়ে গিরি–নির্ঝর–ঝরঝর ঝরঝর।।
ধূলি–গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী,
ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে
এলো ছন্দ বন্ধন–হারা এলো রে
এলো মরু–সঞ্চর বিজয়ী বীরবর।।
______কাজী নজরুল ইসলাম
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
নীলিমা ll
bangla kobita
রৌদ্র ঝিল্মিল,
উষার আকাশ, মধ্য নিশীথের নীল,
অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে বারে
নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে!
-উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী,
উগ্র চুল্লিবহ্নি হেথা অনিবার উঠিতেছে জ্বলি,
আরক্ত কঙ্করগুলো মরুভূর তপ্তশ্বাস মাখা,
মরীচিকা-ঢাকা!
Labels:
bangla kobita,
bangla poem,
bangla song,
Love poems,
poems,
কবিতা
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি ll
Bangla Lyrics
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
Wednesday, April 16, 2014
বাংলার মুখ আমি দেখিয়াছি ll
Bangla Kobita
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপখুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে
চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নিচে বসে আছে
ভোরের দোয়েলপাখি — চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ
জাম — বট — কাঠালের — হিজলের — অশখের করে আছে চুপ;
ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;
মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে
এমনই হিজল — বট — তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ
দেখেছিল; বেহুলার একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে –
কৃষ্ণা দ্বাদশীর জোৎস্না যখন মরিয়া গেছে নদীর চরায় –
সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,
শ্যামার নরম গান শুনেছিলো — একদিন অমরায় গিয়ে
ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিলো ইন্দ্রের সভায়
বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিলো পায়।
____________জীবনানন্দ দাশ
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
"আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে" ll
Bangla Lyrics
Bangla Lyrics
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির
আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা,
মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে..
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির
আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা,
মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক,
খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে..
____রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
শেষ হ’ল জীবনের সব লেনদেন ll
Bangla Kobita
শেষ হ’ল জীবনের সব লেনদেন,বনলতা সেন।
কোথায় গিয়েছ তুমি আজ এই বেলা
মাছরাঙা ভোলেনি তো দুপুরের খেলা
শালিখ করে না তার নীড় অবহেলা
উচ্ছ্বাসে নদীর ঢেউ হয়েছে সফেন,
তুমি নাই বনলতা সেন।
তোমার মতন কেউ ছিল কি কোথাও?
কেন যে সবের আগে তুমি চলে যাও।
কেন যে সবের আগে তুমি
পৃথিবীকে করে গেলে শূন্য মরুভূমি
(কেন যে সবের আগে তুমি)
ছিঁড়ে গেলে কুহকের ঝিলমিল টানা ও পোড়েন,
কবেকার বনলতা সেন।
কত যে আসবে সন্ধ্যা প্রান্তরে আকাশে,
কত যে ঘুমিয়ে রবো বস্তির পাশে,
কত যে চমকে জেগে উঠব বাতাসে
হিজল জামের
বনে থেমেছে স্টেশনে বুঝি রাত্রির ট্রেন,
নিশুথির বনলতা সেন।
___জীবনানন্দ দাশ
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
চির অনাবৃতা, হে নগ্নতমা ll
Bangla Kobita
চির অনাবৃতা হে নগ্নতমা
নদীর জল তোমাকে যেভাবে পেয়েছে
আমি সেভাবে পাই নি!
লাক্স সাবান যেভাবে তোমাকে ছুঁয়েছে
আমি সেভাবে ছুঁইনি।
মেডলিন লিপস্টিক যেভাবে তোমাকে চুমু খেয়েছে
আমি সে সুযোগ পাই নি।
প্রসাধন ঘরের চারদেয়াল তোমাকে যেভাবে দেখেছে
আমি সেভাবে তোমাকে দেখিনি।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
"এক গ্লাস অন্ধকার হাতে" ll
Bangla Kobita
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
শুন্যতার দিকে চোখ, শুন্যতা চোখের ভেতরও–
এক গ্লাস অন্ধকার হাতে নিয়ে বসে আছি।
বিলুপ্ত বনস্পতির ছায়া, বিলুপ্ত হরিণ।
মৌসুমী পাখির ঝাঁক পালকের অন্তরালে
তুষারের গহন সৌরভ ব’য়ে আর আনে না এখন।
দৃশ্যমান প্রযুক্তির জটাজুটে অবরুদ্ব কাল,
পূর্ণিমার চাঁদ থেকে ঝ’রে পড়ে সোনালী অসুখ।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
মনবাড়ি ll
Bangla Lyrics
একটা যায়গা রাখিস আমার লাগিমনবাড়িতে তোর
যেখানেতে আমার রাত্রি,
আমার হবে ভোর
তুই রাখিস বন্ধু তা, এই ঘরটা
ছেড়ে কোথাও যাব না
ঘরের একটাই থাকবে দরজা
একটাই জনালা
ভালো থাকার সময় গুলোর
থাকবে আসা-যাওয়া
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর
ছুটবে বাতাস উঠোন জুড়ে
ছুটবে স্বপ্ন কিছু ঘরের ভেতর
তুই আর আমি ছুটবো তার পিছু
দিবি কি আমায় এমন এক ঘর
যেখানে নই আমি পর......
শিল্পী : জুয়েল মোর্শেদ
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
(চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্ত রজনী চলে গেলে আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে) ll
Bangla Lyrics
মনে পড়ে তোমায় মনে পড়ে ভালবাসায়মনে পড়ে অপমানে মনে পড়ে ক্ষমায়
মনে পড়ে আলিঙ্গনে মনে পড়ে অপারগতায়
মনে পড়ে ……।
মনে পড়ে প্রতারনায় মনে পড়ে শান্তনায়
মনে পড়ে যন্ত্রনায় মনে পড়ে আর্তনাদ করে কেঁদেছি
মনে পড়ে বিদায় বেলায় মনে পড়ে
অকালে আমার মনের শান্তি মরে গেল
মনে পড়ে শুধু বছরে বছরে গড়া সংসারে
কি যেন হারিয়ে যায় মনে পড়ে নিদ্রাহীন
কত রাতে জেগে আছি শুধু ভোরের আশায়
এই হৃদয় তোমার কুঠার আঘাতে
কত রক্ত ঝরেছে বৃথায় রেখে গেছ
বুকের মাঝে চাঁপা ব্যাথা মনে পড়ে তোমায়
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
পাহাড়ের কান্না ll
Bangla Lyrics
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলোওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
শিল্পীঃ সুবীর নন্দী
সুরকারঃ খন্দকার নুরুল আলম
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
<<<<<<<<<<<<<<<<<<<<
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
শিল্পীঃ সুবীর নন্দী
সুরকারঃ খন্দকার নুরুল আলম
গীতিকারঃ মোঃ রফিকুজ্জামান
<<<<<<<<<<<<<<<<<<<<
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
মাঝি বাইয়া যাও রে।।
Bangla Lyrics
মাঝি বাইয়া যাও রে
অকুল অ ধরিয়ার মাঝে
আমার ভাংগা নাও রে মাঝি
বাইয়া যাও রে।।
ভেন্দা কষ্টের নৌকা কানি
মাঝ খানে তার ছাইরা
নাওয়ের আগায় তাইকা পাতায় গেলে
কখন যাবে খুইলা রে মাঝি
বাইয়া যাও রে।।
বিদ্দা শিক্ষা না করিতে
আগে করছো বিয়া
ও তুই বিনা দুষে গোলাম
রাইতের চাকা দিয়া রে মাঝি
বাইয়া যাও রে।।
মাঝ খানে তার ছাইরা
নাওয়ের আগায় তাইকা পাতায় গেলে
কখন যাবে খুইলা রে মাঝি
বাইয়া যাও রে।।
বিদ্দা শিক্ষা না করিতে
আগে করছো বিয়া
ও তুই বিনা দুষে গোলাম
রাইতের চাকা দিয়া রে মাঝি
বাইয়া যাও রে।।
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
Subscribe to:
Posts (Atom)
কিছু কথা