মোঃ জসিম উদ্দিন
কতো কথা তাহার মনে অঙ্গার হয়ে জ্বলেকয়না কথা শুকপাখিটি ভাসে চোখের জলে।
হিজলতলে শীতল ছায়া একলা পায়ে দলে,
মনের ব্যথা ফুল-পাখিতে কেঁদে কেঁদে বলে।
সবাই শুধু অবাক তাকায়, হাজার প্রশ্নে ভাবে,
"কান্না এতো এই পরীটি কেমন করে স'বে!"
পাতায় যখন অশ্রু পড়ে, বৃক্ষ তখন ভাবে,
বৃষ্টি এতো ছোট্ট পরী কেমনে চোখে ধরে।
প্রশ্ন করে উদাস পথিক, "ওগো, তুমি কে?
তুমি কী ভাই আমার মতো ছন্নছাড়া, মেয়ে?
তোমার চোখে আকাশ দেখি, মেঘের কালোয় ঢাকা,
তোমার মনের ফুলদানীতে কেমন সে ফুল রাখা?
তুমিও কী আমার মতো সব হারিয়ে একা,
বুকের ভেতর ভীষণ ক্ষতে প্রেমের ছবি আঁকা?
একলা পথে যাচ্ছো গেয়ে সব হারানোর গান,
নিজের মাঝে ডুব দিয়ে তাই খোঁজ আপন প্রাণ!"
পথিক যখন শুন্যে মিলা্য়, অভিমানী ভাবে,
"আবার কবে কৃষ্ণ রূপে, মানব আমার হবে!"
উত্তরা
০৪/০৩/১৫
0 comments:
Post a Comment