Bangla Lyrics
মাঝ রাতে যখনই ভেঙ্গে যায় ঘুমচেয়ে দেখি আকাশে তারারা নিঃঝুম
শুধু তুমি পাশে নেই, ভালবাসা নেই...
চোখ ফেঁটে আসে জল মনেরই অজান্তে
কেঁদে কেঁদে কাটে দিন বিরহেরই প্রান্তে
শুধু তুমি পাশে নেই, ভালবাসা নেই...
মন পড়ে থাকে দূরে তারার মেলায়
বুকটা মুচড়ে ওঠে নীল বেদনায়
শূণ্য ঘরটা পড়ে থাকে
স্মৃতির পাহারায়
শুধু তুমি পাশে নেই, ভালবাসা নেই...
আঁধারে ঝিঁ-ঝিঁরা কেঁদে যায় দ্বীপ জ্বেলে
ব্যথাগুলো কথা কয়, কেন তুমি হারালে
ফুল আর ফোঁটেঁনা
মন আঙ্গিনায়
শুধু তুমি পাশে নেই, ভালবাসা নেই...
-জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
১০ মে ২০১৪(গান)



Chittagong
0 comments:
Post a Comment