Bangla Lyrics
যায় না তারে বুকে ধরা, যায়না দূরে রাখাসে যে মেঘের কোলে রোদ হয়ে হাসে একা একা ।
যতো তারে টানি কাছে, ততো দূরে রয়
হাসি দিয়ে চলে গেলে প্রাণে কি আর সয়?
এমনি করেই স্বপ্ন দেখা, এমনি বেঁচে থাকা....
সে যে মেঘের কোলে রোদ হয়ে হাসে একা একা ।
আর কতকাল খুঁজবো তারে, বলেনা সে কিছু
যার হাসিতে জগত হাসে, ছুঁটছি তারই পিঁছু
ছুঁতে গেলেই ছুটে পালায়, দেয়না সে যে ধরা...
সে যে মেঘের কোলে রোদ হয়ে হাসে একা একা ।
জসিম উদ্দিন
উত্তরা
০৩ এপ্রিল ২০১৪(গান)




Chittagong
0 comments:
Post a Comment