স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Thursday, July 17, 2014
ছিন্নপত্র-১৭ ।
শুনেছি,
অনেক আকাশ সান্ত্বনার মেঘে
ছায়া হয়,
কিছু আকাশ নীলের তাপদহে ক্লান্ত,
চাতক হয়ে খোঁজে
শ্রাবণের বারিপাত...।
আমার কোন জাত নেই,
না রঙ, না ছায়া,
না আষাঢ়ী নয়নের ধারাপাত...।
আমার কোন জাত নেই
না রঙ, না ছায়া
না আনন্দাশ্রু কোনও ।
.......................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৬ ।
আঁধো আলো আঁধো ছায়া'
হাতরে বেড়াই আপন কায়া।
স্বপ্নলোকের নিত্য মায়া
করছে আমায় যেন ধাওয়া।
কী করে হায় পাবো আলো
মনের ঘরে জ্বালো প্রদীপ জ্বালো।
আর কতকাল খুঁজবো তারে
খুঁজে খুঁজে ক্লান্ত যারে।
হাতরে বেড়াই আপন কায়া।
স্বপ্নলোকের নিত্য মায়া
করছে আমায় যেন ধাওয়া।
কী করে হায় পাবো আলো
মনের ঘরে জ্বালো প্রদীপ জ্বালো।
আর কতকাল খুঁজবো তারে
খুঁজে খুঁজে ক্লান্ত যারে।
.......................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৮ ।
আজ যদি বৃষ্টি নামে
গভীর মমতায়,
শীতল পাটি বিছানো হয়
আকাশ-গঙ্গা্য়,
শ্রাবণ যদি প্লাবন ডাকে
নীরব বেদনায়,
আমরা রবো ভালোবাসা'
সুখের মোহনায়।
গভীর মমতায়,
শীতল পাটি বিছানো হয়
আকাশ-গঙ্গা্য়,
শ্রাবণ যদি প্লাবন ডাকে
নীরব বেদনায়,
আমরা রবো ভালোবাসা'
সুখের মোহনায়।
............মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৯ ।
'ভালোবাসা এক দিন ফিরে ফিরে আসে
নক্ষত্রের জলে ভেজা আলোয়,' কত্তো শুনেছি।
তবু প্রেম নীল হয় প্রেয়সীর চোখে যখনই
খুঁজি তাকে বুকে পাতা চিতোয়
মহারণ ঘটে হৃদয়ের ঘরে, অতি অকস্মাৎ
কে যেন বললো কানে কানে,
"ভালোবাসা তাহার সপ্নে যাহার নিদারুণ খরা।"
নক্ষত্রের জলে ভেজা আলোয়,' কত্তো শুনেছি।
তবু প্রেম নীল হয় প্রেয়সীর চোখে যখনই
খুঁজি তাকে বুকে পাতা চিতোয়
মহারণ ঘটে হৃদয়ের ঘরে, অতি অকস্মাৎ
কে যেন বললো কানে কানে,
"ভালোবাসা তাহার সপ্নে যাহার নিদারুণ খরা।"
............................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Monday, July 14, 2014
ছিন্নপত্র-১৫ ।
দেবে কী আমায় একটি আকাশ
স্বপ্নালোকে মোড়া?
দেবে কী ছায়া, চাঁদোয়া হয়ে
হৃদয় দিয়ে ঘেরা?
নেবে কী মায়ায় জল-জোছনা
ঝর্না ধারা হয়ে?
দেখবো জীবন ভালবাসার
আদর বুকে লয়ে!
....................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৪ ।
কেন তবে নীলে নীলে
তারাদের ঝিলমিল
রাত যদি না জাগে?
কেন তবে সুরে সুরে
পথ হয় বন্ধুর
শেষ যদি শুরুর আগে?
.........................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৩ ।
চলে যাওয়া সময় কভু
ঘরে ফেরেনা,
ফেলে আসা স্মৃতিতে হায়
মন ভরেনা।
মরে যাওয়া গাঙে হায়
জাগে নাকো বেগ,
হারানো কী শুধু চিরদিন
সীমাহীন ত্যাগ?
....................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Saturday, July 12, 2014
খোঁজা ।
মেঘ করেছিলো,
তাতে কতো অভিমান,
রবির কিরণে হাসে
যদিও রোদেলা পরাণ।
আকাশ লুটায়ে পড়ে
গোধূলি কোণে
কুয়াশায় ভিজে হেথা
স্মৃতির টানে।
তবু তুমি রয়ে যাও
দূর বহু দূর,
খুঁজে আমি দিশেহারা
নূপুরের সুর।
তাতে কতো অভিমান,
রবির কিরণে হাসে
যদিও রোদেলা পরাণ।
আকাশ লুটায়ে পড়ে
গোধূলি কোণে
কুয়াশায় ভিজে হেথা
স্মৃতির টানে।
তবু তুমি রয়ে যাও
দূর বহু দূর,
খুঁজে আমি দিশেহারা
নূপুরের সুর।
.......................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র- ১২ ।
যদি কভু চলে যেতে হয় সময়ের হাত ধরে
কালের অনন্ত অসীম গহ্বরে?
যদি মুছে যায় ফেরার পথ
অনাদিকালের আহ্বানে
তবে দোষ দিওনা ভুলে
আমি যে সময়েরই সন্তান।
কালের অনন্ত অসীম গহ্বরে?
যদি মুছে যায় ফেরার পথ
অনাদিকালের আহ্বানে
তবে দোষ দিওনা ভুলে
আমি যে সময়েরই সন্তান।
.........................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১১ ।
সুধাবারে চাহে মন
গাহিবারে চাহে গান
দেখাবারে চাহে খুলিয়া হিয়া,
হে নাবিক, পূর্ব গগনে
দেয়া স্বনিল স্বঘনে
হারালো সাহারা পিয়া।
নাশি কালো ফনা আজি
সাজাতে যে চাহে সাঁজি
দূরে ঠেলে অপ্সরী ভ্রম,
কুল মূলে সে যে নির্ভুল
বাঁজায় ওপারে ঢোল
তোলপাড়ে আহা চিত্ত মম।
গাহিবারে চাহে গান
দেখাবারে চাহে খুলিয়া হিয়া,
হে নাবিক, পূর্ব গগনে
দেয়া স্বনিল স্বঘনে
হারালো সাহারা পিয়া।
নাশি কালো ফনা আজি
সাজাতে যে চাহে সাঁজি
দূরে ঠেলে অপ্সরী ভ্রম,
কুল মূলে সে যে নির্ভুল
বাঁজায় ওপারে ঢোল
তোলপাড়ে আহা চিত্ত মম।
...........................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Thursday, July 10, 2014
গান - ১০ ।
হয়ে ফোঁটে
যদি তোর ভাল লাগা স্বপ্ন
হয়ে জোটে
তবে রোদেলা আকাশ মেখে
দেব তোর ঐ লাল ঠোঁটে।
আমি স্বপ্ন গড়ি তোরই চোখে
গভীর মমতায়
কষ্ট গুলো মুছে দেবো
ভালোবাসার ছোঁয়ায়
যদি তোর চোখের কোনে
অশ্রুকণা মুক্তো হয়ে ছোটে।
তুই যে আমার জীবন প্রদীপ
আমার জীবন তরী
তোর কারনে পাড়ি দেবো
আমি মৃত্যুপুরী
যদি তোর ঘুম ভাঙ্গা ভোর আমার
হয়ে ওঠে।
................... মোঃ জসিম উদ্দিন
এস। এম হল, ঢাবি
০৪ আগস্ট ২০১০
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
গান-০৯ ।
তুমিতো জানতে আমার এই বুকে
তুমি ছাড়া আর কেউ নাই গো
তুমি ছাড়া আর কেউ নাই
তোমাকেই শুধু বেসেছি ভালো, তোমাকেই
এ বুকে ফিরে পেতে চাই গো
এ বুকে ফিরে পেতে চাই...
অন্যের ঘরে চলে যাবে তুমি
আসবে না কোনও ফিরে
একরাশ যন্ত্রণা এ বুকে চেপে
চলে যাবো আমি বহুদূরে;
চির সুখি হও তুমি
(বন্ধু) করি শুধু এই কামনাই গো
করি শুধু এই কামনাই...
রাত জাগা জোনাকি কাঁদে আজ গোপনে
তোমার চোখে নেই কোন জল
তুমি তো এমন ছিলেনা কখনও
তবু ঝরে চোখে ব্যথারই অনল;
তুমিহীন পৃথিবীতে কী করে আমি
(বন্ধু) বলে যাও আজ শুধু তাই গো
বলে যাও আজ শুধু তাই...
২৩ ফেব্রুয়ারি ২০০৩
তুমি ছাড়া আর কেউ নাই গো
তুমি ছাড়া আর কেউ নাই
তোমাকেই শুধু বেসেছি ভালো, তোমাকেই
এ বুকে ফিরে পেতে চাই গো
এ বুকে ফিরে পেতে চাই...
অন্যের ঘরে চলে যাবে তুমি
আসবে না কোনও ফিরে
একরাশ যন্ত্রণা এ বুকে চেপে
চলে যাবো আমি বহুদূরে;
চির সুখি হও তুমি
(বন্ধু) করি শুধু এই কামনাই গো
করি শুধু এই কামনাই...
রাত জাগা জোনাকি কাঁদে আজ গোপনে
তোমার চোখে নেই কোন জল
তুমি তো এমন ছিলেনা কখনও
তবু ঝরে চোখে ব্যথারই অনল;
তুমিহীন পৃথিবীতে কী করে আমি
(বন্ধু) বলে যাও আজ শুধু তাই গো
বলে যাও আজ শুধু তাই...
..............মোঃ জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ২৩ ফেব্রুয়ারি ২০০৩
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
ছিন্নপত্র-১০ ।
আমার বলতে আছে আমার
একটু খানি আকাশ,
মেঘের ছায়া, রোদের মায়া
স্বপ্ন ধোয়া বাতাস।
তোমার সুখে হাসবো আমি
কাঁদবো তোমার দুঃখে,
বুকের ঘরে যতন করে
পুষবো হাসি মুখে।
একটু খানি আকাশ,
মেঘের ছায়া, রোদের মায়া
স্বপ্ন ধোয়া বাতাস।
তোমার সুখে হাসবো আমি
কাঁদবো তোমার দুঃখে,
বুকের ঘরে যতন করে
পুষবো হাসি মুখে।
..........মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-৯।
আজ তার আকাশ জুড়ে
কষ্ট কষ্ট কথা,
গুমরে ওঠে ক্ষণে ক্ষণে
ভেঙ্গে নিরবতা।
আজ তার হৃদয় কোনে নেইকো
প্রাণের মিছিল,
চোখের ভাষা জলের ঘাটে,
কাঁদে গাঙচিল।
................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-৮ ।
চাইনা আমি ভুলতে কভু
ছায়া তব,
তাইতো আমি তোমার মাঝে
মিশে রবো।
আমার ঘরে তোমার আলোর
বর্ষা হবে,
তোমার মনে যখন আমার
হৃদয় রবে।
............মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-৭।
তুমি যাকে আলো বলো
আমি বলি ছায়া,
যাকে তুমি সুখ বলো
আমি বলি মায়া।
যাকে তুমি ভাবো আজ
রঙিন বাসনা,
মানি আমি বেঁচে থাকা
জাগতিক কামনা।
...........মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Monday, July 7, 2014
স্মৃতি কাতরতা ।।
bangla poem
শেষ কবে শ্রাবণের ঢল দেখেছো?তীব্র হিমে হেলেঞ্চার ফুল কিংবা
সরিষার খেতে মৌমাছির মিছিল?
কিংবা ডালিমের বুকচেরা রক্তাক্ত হৃদয়?
কিংবা পৌষের নিঃঝুম রাতে পেঁচকের আর্তনাদ
তারাদের লুকোচুরি, অথবা উল্কাপাত?
জোনাকির আরাধনা রাতের গহিনে
সবুজের স্নান যেথা ঘাসের বনে?
দেখেছো কী শোভা তুমি ক্ষণিক পলকে
যেথা আমি নিদহীন চোখ রেখে তোমার অলকে?
মনে কী পড়ে শেষ কবে ঝড়ের রাতে
ফোঁটায় ফোঁটায় চন্দ্র ঝরে, দু'চোখ ভরে কান্না তোমার,
মুখ লুকিয়ে বুকের ঘরে?
মনে কী পড়ে শেষ কবে.. 'তোমাকেই ভালোবাসি' বলে
লজ্জায় একসারা তুমি?
তাকিয়ে আছি বৃষ্টি ফোঁটায়, অতীত আমায় শুধুই ভাবায়।
কোথায় তুমি কোন কাননে, পড়ে না কী কভুই মনে?
অতীত তুমি এমনি করে আর কতকাল
স্বপ্নমাখা রাত গুলো সব করবে সকাল?
শেষ কবে গিয়েছিলে মন রাঙিয়ে?
শেষ কবে...?
এমনি করে প্রশ্ন হাজার যাচ্ছে সদাই ঘুম ভাঙ্গিয়ে!
.......................................
মোঃ জসিম উদ্দিন
উত্তরা
০৫ জুলাই ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Saturday, July 5, 2014
চাওয়া ।।
bangla poem
পোড়া বুকে ঝড়ো হাওয়াকষ্ট নদীর ঢেউ,
তিক্ত মরুর দীপ্ত দহন
নেভেনা অশ্রুতেও।
দিগ্বলয়ে কুজ্ঝটিকা
নিত্য আঘাত হানে,
ছিন্ন সুরে দৈন্য বীনা
ভাসায় গানের বানে।
ব্যথার তোড়ে আত্মা মুড়ে
শ্মশানে নেয় ঠাঁই,
ভবিতব্য নয় তো সভ্য
বৃত্তিক ভালে পাই।
পাষাণ বুকে স্বপন ভীষণ
কষ্টে পুড়ে খাঁক,
আশার নদী তাথৈ নিতি
নিচ্ছে শুধু বাঁক। ................মোঃ জসিম উদ্দিন
উত্তরা
০৩ জুলাই ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Monday, June 30, 2014
পলাতকা ।।
bangla poem
হৃদয় যা বোঝে, না পারিলাম বোঝাতেমনের গভীর রঙে পারিনিকো সাঁজাতে
আমার ফিরে পাওয়া প্রিয়ারে।
পলাতকা, হাসে-কাঁদে ঘোর লাগা কবিতায়
বুকের গহীন কোনে আদিম এক মমতায়
ভাঙ্গিয়া আবার গড়ে কাহারে!
প্রেম,মরে মরে বেঁচে রয় আদিম খেলায়
হাসির আড়ালে খুঁজিয়া, প্রেম সে কোথায়,
কেমনে বিধাতা রেখেছে লুকায়ে!
চিনচিনে ব্যথা জাগে ভাবনার দেয়ালে
কেন সে ভাঙ্গে গড়ে আপনার খেয়ালে
বুকের তুরাগ হায় যায় যে শুকায়ে!
দেখেও দেখেনা সে, বুঝি এই তার ছল
খুলিয়া দিয়াছি তবু মনের আগল
সুহাসিনী থাকুক জুড়িয়া।
আঁধারে পথ চলা চাঁদ খুঁজে আকাশে
ফিসফিস কথা বলে কে যেন বাতাসে,
হৃদয়ের বড়ো কাছে আসিয়া!
.............মোঃ জসিম উদ্দিন
উত্তরা২৯ জুন ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
জীবন ।।
bangla poem
ওপারে সবাই হাসছে, তীব্র শোরগোল;এপারে শান্ত নদী আর মরা গাঙের চর,
স্তব্ধ আগ্নেয়গিরি' জালামুখ উগলে দেয়
বিশ্রীত্বের এক নিকষ কালো থাবা
এগিয়ে আসছে অতি তীব্র বেগে;
শ্রান্ত পথিক ভয়ার্ত চোখে তাকায় চারিপাশ,
চতুর্দিকে সময় আর নিয়মের পাথর দেয়াল
কার যেন আর্ত চিৎকার, "বাঁচাও,বাঁচাও;
আমাকে মেরোনা, আমি বাঁচতে চাই; ওরা আমাকে..."
মৃত পড়ে আছে আবেগের লাশ
কোথাও কেউ নেই; না, কেউ নেই।
কারখানার চিমনি চুলায় লেলিহান জিহবা বিশিষ্ট আগুনের ফুলকি
খুবলে খাচ্ছে লোহিত কণিকা হৃদয়ের মাটি খুরে খুরে!
বাজখাই নিনাদ শিঙার ফুঁৎকারে আসছে
ধেঁয়ে কিয়ামত,
ভাবতে ভাবতে চোখ দু'টো ঝাপসা হয়ে আসে;
নিরুত্তর আর নিরুত্তাপ কণ্ঠ
"ওপারে কেন এত্তো ভৈরবী তাল?
কেন ে কান্নায় ভেসে যায় নকুলের জীবন? কেন?"
কে যেন বললো কানে কানে শিস দিয়ে, "তুমিও পালাও, ওপারে পালাও।"
বাউল সুর তোলে লাউয়ের খোলে,
"তোমাতে আমার তুমি তোমাতেই রও"
.........................................মোঃ জসিম উদ্দিন
সোবহানবাগ
১৮ মে ২০০৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Tuesday, June 24, 2014
খুঁজোনা আমায় ।।
bangla poem
হারিয়ে গেলেআঁধারো অরণ্যেপ্রিয় বন্ধুআমার, খুঁজোনা আমায়;
বৃষ্টির জলশুকায়ে গেলে, কে তাহারে
আর খুঁজিয়া বেড়ায়? খুঁজোনা আমায়!
আলো মরিয়াগেলে ছায়া তার মাড়াবে
কে বলো, মৃতপ্রায়নগরীতে?
তুমিও ভুলিয়াযাবে পত্রঝরা ঋতুর মতো
বসন্ত আসিলে তোমার ও দুয়ারে,
মুছে দেবে সবস্মৃতি লুকায়ে যা ধমনীতে!
মিছেই ভাবিছোআজি ঝরায়ে অশ্রুধারা
প্রিয়হারা কে রাখিছে মনে অতীত কথন
গোল্ডফিশ হয়ে মুছে সব স্বপ্নের জ্বালাতন
মরুতার দিগন্তে একফোঁটা অশ্রুজল,
কতটুকু হৃদয় আর সিক্ত করে?
বৃথা কেন তবে এপারে বসে ওপারে আমায় পোড়াবে?
প্রিয় বন্ধু আমার, খুঁজোনা আমায়
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
এই বর্ষায় নিজেকে সুস্থ রাখুন।।
LIFE STYLE
আষাঢ়ের বৃষ্টি আর সেই সঙ্গে একরাশ
রোগবালাই এই নিয়ে আসে বর্ষা মৌসুম। জ্যৈষ্ঠের প্রখর তাপদাহের পর প্রকৃতিতে প্রশান্তি ছড়িয়ে দেয়
বর্ষাকাল। দিন-রাত কিংবা
হঠাত্ হঠাত্ আকাশ কালো করে ঝরে পড়ে অঝোর ধারায় বৃষ্টি। আর এই বৃষ্টিকে সঙ্গী করেই চলতে হয়
কর্মব্যস্ত মানুষদের। তবে বৃষ্টি বলে তো আর ঘরে বসে থাকলে চলবে না। কর্মজীবী বা শিক্ষার্থী সবাইকেই বাইরে বের
হতে হয় বৃষ্টি মাথায় নিয়ে। বর্ষার এ সময়
বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় জামা-জুতা থেকে শুরু করে খাবার-দাবার সব কিছুতেই কেমন যেন একটা ড্যাম
ভাব চলে আসে। আর এই সুযোগে শরীরে বাসা
বাঁধতে চায় নানা অসুখ-বিসুখ। সর্দি, কাশি, জ্বর, টাইফয়েড, কলেরা, হজমের সমস্যা, জণ্ডিস, ফুড পয়জনসের রোগগুলো খুব দ্রুত দেখা দেয়। তাই এ সময় ঘরদোর
থেকে শুরু করে নিজের খাওয়া-দাওয়ারের প্রতি বাড়তি সচেতনতা মেনে চলা জরুরি। চলুন তবে জেনে নিই সুস্থ থাকার
কিছু টিপস।
১. প্রচুর পানি পান করুন : গরমকালে ঘাম বেশি হয় বলে শরীর দ্রুত পানিশূন্য হয়। তাই প্রচুর পানি পান করতে হয়। কিন্তু বর্ষাকালেও কেন বেশি পানি পান করতে হবে? উত্তরটা খুব সহজ। গরমকালের মতো বর্ষা মৌসুমেও শরীরে প্রচুর ঘাম হয়। কিন্তু এ সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বাতাসে ভেজা ভাব থাকে। এতে শরীর থেকে ঘাম বেরিয়ে যায় না। কিন্তু শরীরে এক ধরনের ভেজা ভাব বজায় থাকে। তাই এ সময় সুস্থ থাকতে বেশি করে পানি পান করতে হবে। সেই সঙ্গে খেতে পারেন শরবত, তাজা ফলের জুস, লেবুর
১. প্রচুর পানি পান করুন : গরমকালে ঘাম বেশি হয় বলে শরীর দ্রুত পানিশূন্য হয়। তাই প্রচুর পানি পান করতে হয়। কিন্তু বর্ষাকালেও কেন বেশি পানি পান করতে হবে? উত্তরটা খুব সহজ। গরমকালের মতো বর্ষা মৌসুমেও শরীরে প্রচুর ঘাম হয়। কিন্তু এ সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকায় বাতাসে ভেজা ভাব থাকে। এতে শরীর থেকে ঘাম বেরিয়ে যায় না। কিন্তু শরীরে এক ধরনের ভেজা ভাব বজায় থাকে। তাই এ সময় সুস্থ থাকতে বেশি করে পানি পান করতে হবে। সেই সঙ্গে খেতে পারেন শরবত, তাজা ফলের জুস, লেবুর
Labels:
LIFE STYLE
Sunday, June 22, 2014
গান-০৬ ।।
Bangla Lyrics
নীড়হারা পাখির মতনআশ্রয় খুঁজে ফিরি পৃথিবীর বুকে
ঝড়ে ভেঙ্গে গেছে বালুকায় বাঁধা ঘর
গুনছি প্রহর তাই ধুঁকে ধুঁকে...
সমাজের বেড়াজালে বন্দি আমার প্রেম
চায়না কেউ মেনে নিতে
সময়ের জেলে বাঁধা এ জীবন
তুমি ছাড়া চায়না আর কিছু পেতে
শত ব্যথা-বেদনায় হলাম আজ অসহায়
পাশে কী রবেনা সুখে-দুঃখে?...
বিরহের এই পলে যায় তাই মন জ্বলে
চারিদিকে অথই যন্ত্রণা
চাতক পাখির মতো খুঁজে ফিরি তোমাকে
ও বুকে টেনে কী নেবে না?
হৃদয় আজ অসহায় সুখ বলো কোথা পায়
দূরে যদি রাখো আমাকে?...
...........জসিম উদ্দিন
চট্টগাম কলেজ
২১ জানুয়ারি ২০০৩
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
গান-০৮ ।
Bangla Lyrics
সবা্ই আপন ছাইড়া গেল,মায়ার বাঁধন থুইয়া;
তুইও কী রে ছাইড়া যাইবি,
উজান গাঙের নাইয়া?
দরদি তুই আড়াল গেলে,
বাঁচুম কারে লইয়া?
ভাঙ্গা বুকে নাঙ্গা ব্যথা
নাও কেমনে যামু বাইয়া?
অন্ধকারে পথ হাবাইয়া
খুঁজি পথে পথ
যুগল হারা কান্দি একা
এমনি জীবন রথ
প্রবোধ যে আর মানেনা মন
কা্ন্দে পরাণ-হিয়া।
তোর কাবণে সব হারাইয়া
কান্দি পাগল বেশে
আকাশ-বাতাস ছিঁইড়া খুঁজি
ঘুইরা দেশে দেশে
তোর কারণে গেলাম আমি
হাজার দুঃখ সইয়া।
.......জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ৩০/০৯/ ২০০৩
Labels:
Bangla Lyrics,
bangla song,
গান
গান-০৭ ।।
Bangla Lyrics
অনেক কষ্ট বুকে, বেদনায় দিন কাটেতবু তুমি ফিরে এলেনা
আজকে তোমার গায়ে হলুদ, কাল যে তোমার বিয়ে
তবু অভিশাপ দেবো না...
(...) কবিতা, আমার কবিতা
কী সুখে দিয়ে গেলে ব্যথা?
প্রতিটি ক্ষণ যেন মহাকাল
বয়ে যাওয়া
বেহালা নির্বাক,একাকী
গান গাওয়া ।
শুভ হোক তোমার নতুন জীবন
করে যাবো তবু এই কামনা......
কত সুখ স্বপ্নে গড়া
এ ভালবাসা
বুকটা জুড়ে আজ শুধু হাহাকার
প্রেম মানে তবে কী শুধু হতাশা?
ফুলে ফুলে ভরে থাক তোমার ভুবন
আমি না হয় বেঁচে রবো নিয়ে বেদনা....
...............জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ২৪/০১/২০০৩
Labels:
Bangla Lyrics,
bangla song,
গান
হৃদ ভুবনের অধীশ্বর ।।
bangla poem
(পল্লীকবি জসীম উদদীন স্মরণে)হে মহাজ্ঞানী, মহান পুরু(ষ),
আমি শিষ্য, তুমি গুরু,
কী দিয়ে করবো শুরু
কাপছে এ বুক দুরুদুরু
আজকে তুমি বহুদূর।
শেখালে কী মন্ত্র তুমি, শেখালে কী ছল
কর্মে আমার মেশানো যে তোমারই আদল
তুমিহীনা এ মনে যে পাইনে কোন বল
কাব্যে তুমি চির নায়ক, আমি হলাম খল
যতো দূরে থাক, তবু রবে হৃদয়পুর।
তোমার দেয়া চিন্তাধারা হয়ে ফোঁটে ফল্গুধারা
তার বানেতেই কাব্য রচি, আলোর প্রদীপ সন্ধ্যাতারা
অন্তরে যেই পাই গো আমি তব ইশারা
ছোটে তখন কাব্যদেবী হয়ে পাগলপারা
হৃদ মাঝারে থাকলে প্রভু, চাইনে ভেস্ত হুর।
আজ অনেকেই মিথ্যে দোষেই দোষে
তবু বাঁচি গুরু তোমার দীক্ষা
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
নিশিকন্যা ।।
bangla poem
নিজেরে লুকায়ে রাখো সখি,
আঁধার যে আসিছে ঘনায়ে্।
তোমা তরে কান্না উছলি ওঠে,
কালের নয়ন তলে রেখেছে বাঁচায়ে।
তোমারে দংশিতে ফনা তোলে সে
যে তোমারে পলে পলে যায় খুবলায়ে।
হাসিওনা হাসিওনা সখি,
ঝড় কী কাউকে আসে জানায়ে?
কেনই বা মিছে ভাবিছো বসে?
সময় যে সখি যায় ফুরায়ে।
কে লভিতে পারে সর্পমনি,
নাগরাজ এলে কভু ফনায়ে?
নিজেরে লুকায়ে রাখো সখি,
আঁধার যে আসিছে ঘনায়ে্।
হিজলের বনে অরোরা পালায়,
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
আংশিক ভিজে আছে সন্ধ্যাতারা ।।
bangla poem
আলো আর আঁধারের গোধূলি বেলা
শিশিরের ন্যায় ঝরে বৃষ্টিধারা
ভেজা কাক ঘরে ফেরে দিশেহারা
ক্ষয়ে ক্ষয়ে ডুবে যায় আলোর ভেলা।
কুয়াশার ধোঁয়াশায় সাঁজে চারিপাশ
বিধবার শ্বেতী রোগ, করে আবাদ
মেঘেরা আকাশ ঢাকে, খনার প্রবাদ
প্রকৃতি ঝিমায় বসে, জীবন্ত লাশ।
মৃতপ্রায় নগরীতে প্রাণের ধারা
এই আছে, এই নেই লাজুক আলো
শুভ্রতা এক কোনে, সব করে কালো
আংশিক ভিজে আছে সন্ধ্যাতারা।
.........জসিম উদ্দিন
উত্তরা
২২ জুন ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Saturday, June 21, 2014
চলে যাও ।।
bangla poem
তুমিও চলে যাও তবে শ্রাবণের হাত ধরে,থেকোনা চিরহরিৎ হরিণী সেজে, বসন্ত গিয়াছে চলে;
তুমিও থেকোনা প্রেমের গরল গিলে, আশৈশব আবেগে
অর্ফিয়াস সুর তোলেনা তানসেনের ঢালে,
তোমার রুমাল ক্ষয়ে যাক হৃদয়ে আমার
যেমন ঈনিসের কামনার তরবারি ডিডোর
ভিতর-বাহির শুদ্ধ করে অগ্নিস্নানে;
প্রেম ছিল কবে কোথা রামের মনে?
কৃষ্ণরা আজও আসে রাধার ঘরে অন্ধকারে
গোয়ালিনীর নয়ন জলে; আঁতুড় ঘরে প্রেম অতি উত্তম
চন্ডিদাশের বড়শির ছলে।
জোলেখা হৃদয় পোড়েনি কি য়ূসুফে জ্বলে?
কোন অপরাধ ছিল দ্রৌপদীর? শকুনির কামার্ত নীল চোখে
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
যদি কভু এমন হতো ।
bangla poem
যদি তোমার সাথে গল্প করেই কাটিয়ে দিতাম লক্ষ বছরযদি তোমায় চেয়েই কাটতো আমার অষ্টপ্রহর
যদি এমন হতো তুমি আমি এক শহরে
যদি এমন হতো দিনের শেষে ক্লান্ত দেহে একই নীড়ে
যদি তুমি আমি দু'জন মিলে জ্যোৎস্নাস্নানে এমন হতো
ঝাউয়ের বনে রাত্রি যাপন পূর্ণিমাতে, মুছে দিয়ে ক্লান্তি যতো
যদি খুব নিশিতে সমুদ্রঝড়, আমরা দু'জন একলা দ্বীপে
আকাশভেঙ্গে বৃষ্টি নামে, বুকের পরে মুখ লুকিয়ে উঠছো কেঁপে
যদি গন্ধে আমার মাতাল তুমি, আমায় নিয়েই কাব্য লেখা
এমন হতো অনেক কাছে তবু তোমায় যায়না দেখা
যদি দূর পাহাড়ে মেঘের মেলায় আমরা দু'জন
বৃক্ষছায়ে শুনছি বসে রাখাল ছেলের বাঁশির কুজন
যদি এমন হতো আমরা ভুলে হারিয়ে গেছি এমাজনে
বিশ্বজোড়া রোল পড়েছে হারানো বিজ্ঞপ্তি টেনে
যদি এমন হতো কুরুক্ষেত্রে আমরা দু'জন যুদ্ধ ভুলে গল্পে রত
সংসারেতে বইতো শুধু সুখের হাওয়া অবিরত
ভালবাসার শীতল ছোঁয়ায় মুছে দিতে সকল ক্ষত
যদি কভু এমন হতো!
এমন হতো!
............................জসিম উদ্দিন
উত্তরা
৩১ মে ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Sunday, May 11, 2014
প্রথম কবিতা ।।
bangla poem
মম কন্ঠ শোভিত
প্রথম কবিতা ছিলে তুমিই,
শিরোনাম তাও ছিলে
কবিতা;
হৃদয়ের ডালে ডালে
লাল রক্তাভ জ্বলজ্বলে
কৃষ্ণচূড়ার মেলায়
ছিলে শোভিতা।
ভালবাসার রঙে
দেহ-মন যখন রঞ্জিত,
দৃষ্টি যখন
অনিমেষ তোমাতে নিবদ্ধ,
দেহের প্রতিটি
শিরা-উপশিরা যখন
বারংবার সঙ্কেত
দেয় গেয়ে তব স্তব,
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Thursday, May 8, 2014
Thursday, May 1, 2014
সুন্দর চুলে-স্বপ্নের দোলা ll
Beauty Tips
মধুর কন্ডিশনার
Labels:
Beauty Tips
Tuesday, April 29, 2014
Sunday, April 27, 2014
Saturday, April 26, 2014
Subscribe to:
Posts (Atom)
কিছু কথা