bangla poem
পোড়া বুকে ঝড়ো হাওয়াকষ্ট নদীর ঢেউ,
তিক্ত মরুর দীপ্ত দহন
নেভেনা অশ্রুতেও।
দিগ্বলয়ে কুজ্ঝটিকা
নিত্য আঘাত হানে,
ছিন্ন সুরে দৈন্য বীনা
ভাসায় গানের বানে।
ব্যথার তোড়ে আত্মা মুড়ে
শ্মশানে নেয় ঠাঁই,
ভবিতব্য নয় তো সভ্য
বৃত্তিক ভালে পাই।
পাষাণ বুকে স্বপন ভীষণ
কষ্টে পুড়ে খাঁক,
আশার নদী তাথৈ নিতি
নিচ্ছে শুধু বাঁক। ................মোঃ জসিম উদ্দিন
উত্তরা
০৩ জুলাই ২০১৪
0 comments:
Post a Comment