স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Sunday, May 11, 2014
প্রথম কবিতা ।।
মম কন্ঠ শোভিত
প্রথম কবিতা ছিলে তুমিই,
শিরোনাম তাও ছিলে
কবিতা;
হৃদয়ের ডালে ডালে
লাল রক্তাভ জ্বলজ্বলে
কৃষ্ণচূড়ার মেলায়
ছিলে শোভিতা।
ভালবাসার রঙে
দেহ-মন যখন রঞ্জিত,
দৃষ্টি যখন
অনিমেষ তোমাতে নিবদ্ধ,
দেহের প্রতিটি
শিরা-উপশিরা যখন
যখন আমি বাঁধা
প্রেমাংশুর মনিজালে,
সমাজ-সংসার যখন
উদইসন পাখির নীড়ের মতো,
ঠিক তখনি
নেত্র-মরু ভূমধ্যসাগরে নিমজ্জিত
হয়ে গেল নায়াগ্রা
জলপ্রপাত ধারায় অবিরত
আমার কলঙ্কিনী
প্রেম...;
একমুঠো কষ্টের
ভাগ কেউ নিতে চাইলোনা, চা্য় না কো আজ
আজ তাই ধ্রুব
সত্য, নয়কো ধারণা
সবার মতো তাই
মহাব্যস্ত তুমিও আপন ডানায়
অঙ্কুরিত ফুল
বিনষ্ট ভারনায়
আমার কলঙ্কিনী
প্রেম...
আজও রয়ে যায় শুভ
সূচনায়!
.......................জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
০৮ মে 2০০৩
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
0 comments:
Post a Comment