স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Thursday, May 8, 2014
জীবন খেয়া ll
জীবন খেয়া ভাসিয়েছো অথৈ
সায়রে,
ছন্দে মেতে স্রোতের তালে,
চলছে খেয়া
দিনে-রাতে, ফিরবে কি তীরে?
উজান টানে বইছে হাওয়া ঝড়েরও
বানে
তার কূল নাই, কিনারা যে কোথাও নাইরে!
কত সুর যে সাধলে তুমি চলারও
পথে,
ভালবাসার ছইয়ের নিচে বাঁধলে
যে ঘর আশায় মেতে;
সেদিন আর উড়বে না পাল
সাগরেরও ঐ নীলে
হঠাৎ থামবে খেয়া অথৈ নীরে।
হয়তো সেদিন হাল ধরার আর
থাকবে নারে কেউ
আপন মনে গুনতে হবে ঢেউয়ের
পরে ঢেউ
দিগ্বিদিক ভাসবে খেয়া,
না পেয়েরে কূল;
কেউ চাইবে না আর সে ক্ষণেতে
কেঁদে কেঁদে হবিরে আকুল;
কী নিয়ে হায় ফিরবি আবার
সাগরের ঐ পাড়ে?
......................................জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২০ মার্চ ২০০৩
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
0 comments:
Post a Comment