bangla poem
ওপারে সবাই হাসছে, তীব্র শোরগোল;এপারে শান্ত নদী আর মরা গাঙের চর,
স্তব্ধ আগ্নেয়গিরি' জালামুখ উগলে দেয়
বিশ্রীত্বের এক নিকষ কালো থাবা
এগিয়ে আসছে অতি তীব্র বেগে;
শ্রান্ত পথিক ভয়ার্ত চোখে তাকায় চারিপাশ,
চতুর্দিকে সময় আর নিয়মের পাথর দেয়াল
কার যেন আর্ত চিৎকার, "বাঁচাও,বাঁচাও;
আমাকে মেরোনা, আমি বাঁচতে চাই; ওরা আমাকে..."
মৃত পড়ে আছে আবেগের লাশ
কোথাও কেউ নেই; না, কেউ নেই।
কারখানার চিমনি চুলায় লেলিহান জিহবা বিশিষ্ট আগুনের ফুলকি
খুবলে খাচ্ছে লোহিত কণিকা হৃদয়ের মাটি খুরে খুরে!
বাজখাই নিনাদ শিঙার ফুঁৎকারে আসছে
ধেঁয়ে কিয়ামত,
ভাবতে ভাবতে চোখ দু'টো ঝাপসা হয়ে আসে;
নিরুত্তর আর নিরুত্তাপ কণ্ঠ
"ওপারে কেন এত্তো ভৈরবী তাল?
কেন ে কান্নায় ভেসে যায় নকুলের জীবন? কেন?"
কে যেন বললো কানে কানে শিস দিয়ে, "তুমিও পালাও, ওপারে পালাও।"
বাউল সুর তোলে লাউয়ের খোলে,
"তোমাতে আমার তুমি তোমাতেই রও"
.........................................মোঃ জসিম উদ্দিন
সোবহানবাগ
১৮ মে ২০০৪
0 comments:
Post a Comment