Bangla Lyrics
অনেক কষ্ট বুকে, বেদনায় দিন কাটেতবু তুমি ফিরে এলেনা
আজকে তোমার গায়ে হলুদ, কাল যে তোমার বিয়ে
তবু অভিশাপ দেবো না...
(...) কবিতা, আমার কবিতা
কী সুখে দিয়ে গেলে ব্যথা?
প্রতিটি ক্ষণ যেন মহাকাল
বয়ে যাওয়া
বেহালা নির্বাক,একাকী
গান গাওয়া ।
শুভ হোক তোমার নতুন জীবন
করে যাবো তবু এই কামনা......
কত সুখ স্বপ্নে গড়া
এ ভালবাসা
বুকটা জুড়ে আজ শুধু হাহাকার
প্রেম মানে তবে কী শুধু হতাশা?
ফুলে ফুলে ভরে থাক তোমার ভুবন
আমি না হয় বেঁচে রবো নিয়ে বেদনা....
...............জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ২৪/০১/২০০৩
0 comments:
Post a Comment