Bangla Lyrics
নীড়হারা পাখির মতনআশ্রয় খুঁজে ফিরি পৃথিবীর বুকে
ঝড়ে ভেঙ্গে গেছে বালুকায় বাঁধা ঘর
গুনছি প্রহর তাই ধুঁকে ধুঁকে...
সমাজের বেড়াজালে বন্দি আমার প্রেম
চায়না কেউ মেনে নিতে
সময়ের জেলে বাঁধা এ জীবন
তুমি ছাড়া চায়না আর কিছু পেতে
শত ব্যথা-বেদনায় হলাম আজ অসহায়
পাশে কী রবেনা সুখে-দুঃখে?...
বিরহের এই পলে যায় তাই মন জ্বলে
চারিদিকে অথই যন্ত্রণা
চাতক পাখির মতো খুঁজে ফিরি তোমাকে
ও বুকে টেনে কী নেবে না?
হৃদয় আজ অসহায় সুখ বলো কোথা পায়
দূরে যদি রাখো আমাকে?...
...........জসিম উদ্দিন
চট্টগাম কলেজ
২১ জানুয়ারি ২০০৩
0 comments:
Post a Comment