bangla poem
আলো আর আঁধারের গোধূলি বেলা
শিশিরের ন্যায় ঝরে বৃষ্টিধারা
ভেজা কাক ঘরে ফেরে দিশেহারা
ক্ষয়ে ক্ষয়ে ডুবে যায় আলোর ভেলা।
কুয়াশার ধোঁয়াশায় সাঁজে চারিপাশ
বিধবার শ্বেতী রোগ, করে আবাদ
মেঘেরা আকাশ ঢাকে, খনার প্রবাদ
প্রকৃতি ঝিমায় বসে, জীবন্ত লাশ।
মৃতপ্রায় নগরীতে প্রাণের ধারা
এই আছে, এই নেই লাজুক আলো
শুভ্রতা এক কোনে, সব করে কালো
আংশিক ভিজে আছে সন্ধ্যাতারা।
.........জসিম উদ্দিন
উত্তরা
২২ জুন ২০১৪
0 comments:
Post a Comment