স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Thursday, July 10, 2014
গান - ১০ ।
হয়ে ফোঁটে
যদি তোর ভাল লাগা স্বপ্ন
হয়ে জোটে
তবে রোদেলা আকাশ মেখে
দেব তোর ঐ লাল ঠোঁটে।
আমি স্বপ্ন গড়ি তোরই চোখে
গভীর মমতায়
কষ্ট গুলো মুছে দেবো
ভালোবাসার ছোঁয়ায়
যদি তোর চোখের কোনে
অশ্রুকণা মুক্তো হয়ে ছোটে।
তুই যে আমার জীবন প্রদীপ
আমার জীবন তরী
তোর কারনে পাড়ি দেবো
আমি মৃত্যুপুরী
যদি তোর ঘুম ভাঙ্গা ভোর আমার
হয়ে ওঠে।
এস। এম হল, ঢাবি
০৪ আগস্ট ২০১০
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
0 comments:
Post a Comment