স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Thursday, May 8, 2014
আঁখি মেলো, আঁখি! ।।
তব পানে চাহি এলেম এত দূর,
এসে দেখি,
সেই তোমাতে নেইকো তুমি, বদলে যাওয়া সুর।
ভেবেছো কী এ কাহিনী? কতটা ব্যথাতুর?
দৃষ্টি মেলে, আখি পলে, হৃদয় ঢেলে
সাধো না একটি বার
কতটা নিগূঢ় আর অর্বাচীন প্রেম আমার!
অতঃপর শত সাধনেও পাইনি কো সীমারেখা;
বিধির দেযা বিধি ক্ষয়ে মজেছিনু তোমায়,
না লভিতেই হানিলে বুকে এ যে ব্যথারই অলকা;
তাই মজিনু বিফল তপে, এথায়,
অন্য কাব্য নয়,শুধু তব বন্দনা গীত গাঁথায়;
কত ছল, কত বাহানায় ডাকি,
শুধু একটি বার আঁখি তোল,
মম মরমীয়া কাজলা-দীঘি আঁখি
শুধু একটি বার...।
........................জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
২৯ মে ২০০৩
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
কিছু কথা
0 comments:
Post a Comment