bangla poem
যদি তোমার সাথে গল্প করেই কাটিয়ে দিতাম লক্ষ বছর
যদি তোমায় চেয়েই কাটতো আমার অষ্টপ্রহরযদি এমন হতো তুমি আমি এক শহরে
যদি এমন হতো দিনের শেষে ক্লান্ত দেহে একই নীড়ে
যদি তুমি আমি দু'জন মিলে জ্যোৎস্নাস্নানে এমন হতো
ঝাউয়ের বনে রাত্রি যাপন পূর্ণিমাতে, মুছে দিয়ে ক্লান্তি যতো
যদি খুব নিশিতে সমুদ্রঝড়, আমরা দু'জন একলা দ্বীপে
আকাশভেঙ্গে বৃষ্টি নামে, বুকের পরে মুখ লুকিয়ে উঠছো কেঁপে
যদি গন্ধে আমার মাতাল তুমি, আমায় নিয়েই কাব্য লেখা
এমন হতো অনেক কাছে তবু তোমায় যায়না দেখা
যদি দূর পাহাড়ে মেঘের মেলায় আমরা দু'জন
বৃক্ষছায়ে শুনছি বসে রাখাল ছেলের বাঁশির কুজন
যদি এমন হতো আমরা ভুলে হারিয়ে গেছি এমাজনে
বিশ্বজোড়া রোল পড়েছে হারানো বিজ্ঞপ্তি টেনে
যদি এমন হতো কুরুক্ষেত্রে আমরা দু'জন যুদ্ধ ভুলে গল্পে রত
সংসারেতে বইতো শুধু সুখের হাওয়া অবিরত
ভালবাসার শীতল ছোঁয়ায় মুছে দিতে সকল ক্ষত
যদি কভু এমন হতো!
এমন হতো!
............................জসিম উদ্দিন
উত্তরা
৩১ মে ২০১৪



Chittagong
0 comments:
Post a Comment