Bangla Lyrics
সবা্ই আপন ছাইড়া গেল,মায়ার বাঁধন থুইয়া;
তুইও কী রে ছাইড়া যাইবি,
উজান গাঙের নাইয়া?
দরদি তুই আড়াল গেলে,
বাঁচুম কারে লইয়া?
ভাঙ্গা বুকে নাঙ্গা ব্যথা
নাও কেমনে যামু বাইয়া?
অন্ধকারে পথ হাবাইয়া
খুঁজি পথে পথ
যুগল হারা কান্দি একা
এমনি জীবন রথ
প্রবোধ যে আর মানেনা মন
কা্ন্দে পরাণ-হিয়া।
তোর কাবণে সব হারাইয়া
কান্দি পাগল বেশে
আকাশ-বাতাস ছিঁইড়া খুঁজি
ঘুইরা দেশে দেশে
তোর কারণে গেলাম আমি
হাজার দুঃখ সইয়া।
.......জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ৩০/০৯/ ২০০৩
0 comments:
Post a Comment