bangla poem
নিজেরে লুকায়ে রাখো সখি,
আঁধার যে আসিছে ঘনায়ে্।
তোমা তরে কান্না উছলি ওঠে,
কালের নয়ন তলে রেখেছে বাঁচায়ে।
তোমারে দংশিতে ফনা তোলে সে
যে তোমারে পলে পলে যায় খুবলায়ে।
হাসিওনা হাসিওনা সখি,
ঝড় কী কাউকে আসে জানায়ে?
কেনই বা মিছে ভাবিছো বসে?
সময় যে সখি যায় ফুরায়ে।
কে লভিতে পারে সর্পমনি,
নাগরাজ এলে কভু ফনায়ে?
নিজেরে লুকায়ে রাখো সখি,
আঁধার যে আসিছে ঘনায়ে্।
হিজলের বনে অরোরা পালায়,
টিথোনাস কাঁদে স্বপ্ন হারায়ে।
কাঁদিয়া কাঁদিয়া দিদো খুঁজিলো
ঈনিসে ডুবালো লালসা-রক্তস্রোতে।
কী কহিতে চাহ তুমি গোধুলি বেলায়,
চাহ কী বলো জিউসে তুমিও হারাতে?
পাখি যত নীড়ে ফিরে তুমি তত বাহিরে,
বোঝেও কী বোঝ না আঁধার এল ঘনায়ে?
সখি, তমসাগর্ভে জন্মে আলো ভাবিয়া তাই
জন্ম দিওনা দিন আর অন্ধকারে জড়ায়ে।
মিনতি রাখো সখি, ফিরে যাও ঘরে,
কী এমন সুখ বলো মদনের ছলে?
তোমাকেও পেয়েছে কী মিডাসের প্রেম
তবে কেন ডুবিছো বলো কামনার জলে?
আর নাহি পারি বোঝাতে তোমায়,
হায় কেমনে বাঁচো নিজেরে হারায়ে!
নিজেরে লুকায়ে রাখো সখি,
আঁধার যে আসিছে ঘনায়ে্। (উৎসর্গ: সকল নিশিকন্যাদের)
..........................জসিম উদ্দিন
উত্তরা
১৬/০৫/২০১৪
0 comments:
Post a Comment