তুমি ছাড়া আর কেউ নাই গো
তুমি ছাড়া আর কেউ নাই
তোমাকেই শুধু বেসেছি ভালো, তোমাকেই
এ বুকে ফিরে পেতে চাই গো
এ বুকে ফিরে পেতে চাই...
অন্যের ঘরে চলে যাবে তুমি
আসবে না কোনও ফিরে
একরাশ যন্ত্রণা এ বুকে চেপে
চলে যাবো আমি বহুদূরে;
চির সুখি হও তুমি
(বন্ধু) করি শুধু এই কামনাই গো
করি শুধু এই কামনাই...
রাত জাগা জোনাকি কাঁদে আজ গোপনে
তোমার চোখে নেই কোন জল
তুমি তো এমন ছিলেনা কখনও
তবু ঝরে চোখে ব্যথারই অনল;
তুমিহীন পৃথিবীতে কী করে আমি
(বন্ধু) বলে যাও আজ শুধু তাই গো
বলে যাও আজ শুধু তাই...
..............মোঃ জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ২৩ ফেব্রুয়ারি ২০০৩
0 comments:
Post a Comment