bangla poem
হারিয়ে গেলেআঁধারো অরণ্যেপ্রিয় বন্ধুআমার, খুঁজোনা আমায়;
বৃষ্টির জলশুকায়ে গেলে, কে তাহারে
আর খুঁজিয়া বেড়ায়? খুঁজোনা আমায়!
আলো মরিয়াগেলে ছায়া তার মাড়াবে
কে বলো, মৃতপ্রায়নগরীতে?
তুমিও ভুলিয়াযাবে পত্রঝরা ঋতুর মতো
বসন্ত আসিলে তোমার ও দুয়ারে,
মুছে দেবে সবস্মৃতি লুকায়ে যা ধমনীতে!
মিছেই ভাবিছোআজি ঝরায়ে অশ্রুধারা
প্রিয়হারা কে রাখিছে মনে অতীত কথন
গোল্ডফিশ হয়ে মুছে সব স্বপ্নের জ্বালাতন
মরুতার দিগন্তে একফোঁটা অশ্রুজল,
কতটুকু হৃদয় আর সিক্ত করে?
বৃথা কেন তবে এপারে বসে ওপারে আমায় পোড়াবে?
প্রিয় বন্ধু আমার, খুঁজোনা আমায়
জ্যোৎস্না জাগিলে কভু ডাহুকের ভেজা কান্নায়
হেমন্তের বাতাসে, আসিব না আর দু'চোখ ভেজাতে।
যদি পার, সরিয়ে দিও নিরাবেগ মেঘ গুলো
আকাশের চোখ থেকে,
দেখিব তোমারে মৃত মোর চাতক নয়নে;
খুঁজোনা তবুও পোড়াতে হৃদয় ব্যাথারও অনলে
ভাসিয়ে আমায় কষ্টে তোমার চোখেরও জলে।
হারিয়ে গেলে আঁধারো অরণ্যে
প্রিয় বন্ধু আমার, খুঁজোনা আমায়!
...................................জসিম উদ্দিন
উত্তরা
২৪ জুন ২০১৪
1 comments:
jishan ahmed mojumder, tumi diyeso moder darun upoher
tomer a gan, jiboner joygan- peysi khuje moner usno proher
Post a Comment