bangla poem
তুমিও চলে যাও তবে শ্রাবণের হাত ধরে,থেকোনা চিরহরিৎ হরিণী সেজে, বসন্ত গিয়াছে চলে;
তুমিও থেকোনা প্রেমের গরল গিলে, আশৈশব আবেগে
অর্ফিয়াস সুর তোলেনা তানসেনের ঢালে,
তোমার রুমাল ক্ষয়ে যাক হৃদয়ে আমার
যেমন ঈনিসের কামনার তরবারি ডিডোর
ভিতর-বাহির শুদ্ধ করে অগ্নিস্নানে;
প্রেম ছিল কবে কোথা রামের মনে?
কৃষ্ণরা আজও আসে রাধার ঘরে অন্ধকারে
গোয়ালিনীর নয়ন জলে; আঁতুড় ঘরে প্রেম অতি উত্তম
চন্ডিদাশের বড়শির ছলে।
জোলেখা হৃদয় পোড়েনি কি য়ূসুফে জ্বলে?
কোন অপরাধ ছিল দ্রৌপদীর? শকুনির কামার্ত নীল চোখে
পুড়ে খাঁক ইন্দ্রপ্রস্ত;
নীললোহিত বাঁজায় বাঁশি পরজন্মের লোভে;
তুমিও তবে চলে যাও কুহেলী ভেলায়, লক্ষীন্দর
আসবেনা ফিরে; মনসা দংশেনি তারে, ডুবিয়েছে ধনু আর মনু
ধনাগোদার লালসায় সমাজের জলে;
এখানে ইতিহাস জিউসের কথা বলে, আফ্রোদিতি কড়া নাড়ে
পিতার ঘরে ।
টিথোনাস প্রেমাঙুর গিলে খায় অরোরার ছলে
বেঁচে বেঁচে মরে প্রাণ লিথির জলে;
পানু আজ কয়েসের উর্বর সুখ, জাহিলিয়ত কাকে বলে?
ঠা্ঁই মেলেনা ভবিতব্যের, পাবর্তী মরে যায় বেঁচে থেকেও
আমৃত্যু আবেগে
তুমি আর আমি এক নই - এক নই,
ভেসে যাও যমুনা, ব্রহ্মপুত্রের সন্ধিফাঁকে;
মিছেই খুঁজেছো বসন্ত কালসিঁটে কুহেলী বৈধব্যে
দেখো, সময় গিয়াছে হারায়ে নক্ষত্রের স্রোতে।
মোমতাজ জ্বলেছে সাজা’নের হৃদয় বানে
তুমিও কী তাই রয়েছো পবিত্রতার পঙ্কিলতায়?
করজোর অনুরোধ তোমায়,“চলে যায় মহাকালের স্রোতে
আসিওনা আর ফিরে, সময় গিয়াছে চলে;
চলে যাও - চলে যাও তুমিও তবে।“
..........................জসিম উদ্দিন
উত্তরা
১৪/০৫/২০১৪
0 comments:
Post a Comment