bangla poem
(পল্লীকবি জসীম উদদীন স্মরণে)হে মহাজ্ঞানী, মহান পুরু(ষ),
আমি শিষ্য, তুমি গুরু,
কী দিয়ে করবো শুরু
কাপছে এ বুক দুরুদুরু
আজকে তুমি বহুদূর।
শেখালে কী মন্ত্র তুমি, শেখালে কী ছল
কর্মে আমার মেশানো যে তোমারই আদল
তুমিহীনা এ মনে যে পাইনে কোন বল
কাব্যে তুমি চির নায়ক, আমি হলাম খল
যতো দূরে থাক, তবু রবে হৃদয়পুর।
তোমার দেয়া চিন্তাধারা হয়ে ফোঁটে ফল্গুধারা
তার বানেতেই কাব্য রচি, আলোর প্রদীপ সন্ধ্যাতারা
অন্তরে যেই পাই গো আমি তব ইশারা
ছোটে তখন কাব্যদেবী হয়ে পাগলপারা
হৃদ মাঝারে থাকলে প্রভু, চাইনে ভেস্ত হুর।
আজ অনেকেই মিথ্যে দোষেই দোষে
তবু বাঁচি গুরু তোমার দীক্ষা
মনে পুষে
ভুলেও না হেন আঘাত কঠিন-রুদ্র-রোষে
তবে আমি হারাবো যে অন্ধকারে মিশে
ছন্দ দিও সব কিছুতেই, কাব্যে দিও সুর।
................জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ
১৭/০৪/২০০৩
0 comments:
Post a Comment