মোঃ জসিম উদ্দিন
তোমারে ভজিয়া ভজিয়া, ভজনালয়েখুঁজিয়া ফিরি আপনারে, আপন আলয়ে
সীমাহীন আঁধার, পুরিতে চাহি তব আলোয়
পাইনে খুঁজে আজি দখিন দ্বার, বৈশাখী প্রলয়ে।
বঞ্চনা মম ব্যাঞ্জনা হয়, ভয় শুধু ভয়ে কাঁপিছে হৃদয়
মুক্তির বাণী জানিনেকো আমি, তাতে যতো সংশয়।
কৃপা করে কবে বক্ষে তব লভে, পথিক চিনিনে পথ,
দিশাহীন পূজক,কাঁদিছে বসে, খোঁজে তব আলোর রথ।
কতো হাসি-ছলে কামনার জলে চাহিয়াছি তোমা
যতবার আমি পাতিয়াছি বুক,দিয়ে গেছো দুখ, পাইনি ক্ষমা।
উত্তরা
০৯ এপ্রিল ২০১৫
0 comments:
Post a Comment