মোঃ জসিম উদ্দিন
সশস্ত্র সদলবলে ক্রমে ক্রমে
আক্রমিবে বারংবার 'মার্চ অনে',
কর্তা তখন ধ্বংস হোক আর থাক।
অতীত এসেছে অবশেষে
শাবল, গাইতি, দা
প্রয়োজন যথা যা,
মালিক তথায় ঘুমের ঘোরে
ঠুনকো শব্দে জাগতে পারে
সদা সাবধান পদে পদে
মেঝের 'পরে গর্ত খুঁড়ে
এসে সবে ভিতের পরে বস্তা ভরে
নেবে সবই আপন মনে
হয় যতনে নয়তো হেলায়
নয়তোবা সব খেলায় খেলায়।
বুঝবে কী তা গৃহস্বামী
জানবে কী সে কভু?
না জানবে অতীত, ক্ষয়েই গা;
ফলাফল তার কী দাঁড়াবে শেষে।
সময় দ্যাখ,
আসছে তেড়ে, অতি রুদ্র-রোষে
এ'ক্ষণে আর থাকিস নারে
বদ্ধ ঘরে ঘুমের ঘরে!
চট্টগ্রাম কলেজ
০৩ জুলাই ২০০৩
0 comments:
Post a Comment