মোঃ জসিম উদ্দিন
স্বপন করে খেলা,
নূতন রঙে সারা অঙ্গে
বসে সুখের মেলা।
বুকের মাঝে ঢংকা বাজে
ভুলি জগত কুল,
প্রেমের ঘায়ে মূর্ছা যায়
আমায় করে আকুল।
বুকের পরে চুপটি করে
ঘুমায় সুখের পাখি,
গভীর রাতে জ্যোৎস্না হাতে
জাগায় আমায় ডাকি।
চন্দ্রালোতে উঠি মেতে
করে জ্যোৎস্না স্নান,
দু'টি পাখি খুঁজি ফিরি
প্রাণের মাঝে প্রাণ।
উত্তরা
০১/১২/'১৪
0 comments:
Post a Comment