মোঃ জসিম উদ্দিন
তোমাকে পেয়েছি ভেবেকতো রাত ঘুমুতে পারিনিঅকারণ সুখে।
কতো বিনিদ্র রজনী একান্তকবিতা লিখেছি
তোমাকে ভেবে,স্মৃতিগুলো আজ বড্ডোপীড়া দেয়
সীমাহীন দুঃখে!
হাসি-কান্নার কতো না ছবি, কতোটা তার খুনসুটি
ভাসিনি কি মোরা আবেগেরজলে?কতো রাত কাটিয়েছি কেঁদেতোমাকে পেতে;
বেমালুম কী যাইনি ভুলে?
তোমাকে পেয়ে কী পাইনি আমি?কবিতার বই, গল্পের ঝর্ণাধারা, আর সুখের নহর
তোমার বুকে।
আমি কী আজও ভুলিনিতোমায়?গিয়েছি ভুলে!
হ্যাঁ, রাখিনি মনে পুরনো তোমায়;বেমালুম গিয়েছি ভুলে!
সুখের লাবণ্য কেমন আরবুঝিনি
অতঃপর তারপরে!
আদাবর, ঢাকা
২৭/০৪/১৫
0 comments:
Post a Comment