মোঃ জসিম উদ্দিন
হিম হয়ে এসেছিল হৃদয়ে শিশির
রাখিনি খবর
কতো পাখি বুনেছে ঘর মায়াবী রাতে
নিজ হাতে দিয়েছি কাহারও কবর।
কখন শ্রাবণ এলো, হেমন্ত ফুরিয়ে গেল
কাশফুল পেঁজা তুলোর মতো মনের আকাশে;
উঁকি কী দিয়েছিলো প্রেম কামনার প্রকাশে
রাখিনি খবর
নিয়তই বেভুলা আমি, নাকি স্বেচ্ছায় অন্তরীন বুঝিনি তখন
স্মৃতির ভারে
মনে পড়ে আজ কবিতার মতো কেউ এসেছিল
বাসন্তী সকালে ভাবালুতার ভাঙ্গাতে ঘুম গভীর আবেশে
বুঝিনি তখন তাহারে, পলক তুলে রাখিনি পলকে
ব্যথা হয়ে বড়ো বেশি হৃদয়ে বাজে
কার্নিশে বসে কাঁদে লক্ষ্মীপেঁচা শরতের প্রাতে
বলে শুধু 'সময় গিয়াছে চলে' চৈত্রের রাতে
রাখিনি খবর
কোন মোহে জানিনে কখন বসন্ত খেয়েছে গড়ল
আঁখি তাহার ভাসে চোখে কেমন তরল
কতো বার ছুঁয়েছে আমায় আবেগী আবেশে
বেঁধেছে বুকের পর, দিয়েছে মনের শহর
আমারই চরণে সঁপে জ্যোৎস্না রাতে জেগে ওঠা নতুন দ্বীপে
রাখিনি খবর
0 comments:
Post a Comment