মোঃ জসিম উদ্দিন
এখনও কী তেমনি হাসো?
কান্না তোমায় যায় কী ছুঁয়ে
আমার পথের পানে চেয়ে?
সাত সকালে এখনও কী
রবির মত দাও গো উঁকি,
আসবো আমি বলে,
একটু দুয়ার খুলে।
এখনও কী পত্র লিখো
থোকায় থোকায় স্বপ্ন আঁকো
রাত্রি জাগার কালে
ভিজিয়ে চোখের জলে?
এখনও কী সাঁঝের বেলা
স্বপ্ন চোখে করে খেলা
চন্দ্রালোতে ভাসিয়ে মন
ভালবাসায় করবে রমন?
চুপটি করে ঘুমের ঘোরে
ভাবো কী আমায় বাহুডোরে
পাও কী আজও দৃষ্টি মেলে
জ্যোৎস্না কভু নিভে এলে?
আমায় ভুলে কেমনে থাকো
কোন আকাশে স্বপ্ন আঁকো
বড়ো জানতে ইচ্ছে করে
বড্ডও জানতে ইচ্ছে করে!
উত্তরা
১১ নভেম্বর ২০১৪
0 comments:
Post a Comment