মোঃ জসিম উদ্দিন
জোনাকিরা জেগে ওঠে নক্ষত্রের তলে
ধানখেত জুড়ে থাকে অথৈ আঁধার,
রিনিঝিনি নূপুরে পুবালী বাতাস
ঝড় তুলে জেগে রয় হৃদয়ে দহন,
মুখের পরে রেশমী আঁচল সুবাতাস তোমার
আর দীঘল চুলের স্পর্শ কামনার ঘায়
আমার দেহের পরতে পরতে সুগন্ধ তোমার
আজও আমি পাই,
চাঁদ গেলে ডুবে,
আবার কোনো একদিন
জেগে ওঠবোনক্ষত্রের রাতে
তোমারইপ্রতীক্ষায়, তেমনি করে, সুগন্ধের আশায়
নক্ষত্র হলে তুমি, আমিও হেথায় ।
উত্তরা
২৯ সেপ্টেম্বর ২০১৩
0 comments:
Post a Comment