মোঃ জসিম উদ্দিন
প্রাণদায়ী বাতাস।
ভালোবাসি পাখি,
সবুজাভ আঁখি।
যবে সুবাসে আকুল।
ভালোবাসি সবুজ
হলে তব চোখে অবুঝ।
ভালোবাসি নদী
জল হয়ে ছোটে যদি।
ভালোবাসি প্রেম
যদিও সে হেম'।
ভালোবাসি রাত,
মেঘে ঢাকা চাঁদ।
ভালোবাসি ভোর
জড়িয়ে বাহুডোর।
ভালোবাসি হাসি
ছুঁলে প্রেম হয়ে আসি।
ভালোবাসি সবুজ
হলে তব চোখে অবুঝ।
ভালোবাসি কাম
যা জীবনের আনজাম।
ভালোবাসি সুখ
হলে সে সুখের অসুখ।
ভালোবাসি.. ভালোবাসি...
আদাবর
০৪/০১/১৫
0 comments:
Post a Comment