মোঃ জসিম উদ্দিন
লুকিয়েছে মুখ কোন এক পরিযায়ী রূপসীর বুকের পরে;
অসীম প্রেম করেছে মাতাল, দিয়েছে চাতাল ভরে
রাশি রাশি কামনার ফসল বিন্দু বিন্দু জলে
সৌন্দর্য সঞ্চারি প্রেয়সীর নয়ন জুড়ে
সোনা-রুপা-লাবন্য কণা কণা শুভ্রতার ঢালে
প্রিয়তমার এক ফোঁটা অশ্রু যদি ঝরে প্রেমিকের ভালে
কেউ কী জানে কতো প্রেম কতো রুপে
উছলে ওঠে গোপনে গোপনে মনের সমুদ্রতটে?
জানে শুধু রূপঙ্কর। আর না জানে কেহ!
উত্তরা
২০/১১/১৪
0 comments:
Post a Comment