মোঃ জসিম উদ্দিন
অস্তিত্বের বাঁধনে এবার তুমি বাঁধো গো আমায়নিবিড়ে গভীর মমতায়;
শিহরিয়া উঠুক অলিন্দ-নিলয়
প্রেমের কামনায়, সুখের মোহনায়।
হাতে হাত রাখো সখি ,
রাখো নয়নে নয়ন;
নিঃশ্বাসে নিঃশ্বাস জড়াক সখি,
করে জ্যোৎস্নার জলে রমন।
গহিনে ডুবাও সখি,
ভাসাও প্রেমের স্রোতে
চাওয়া-পাওয়া আজা এক যাক,
মোদের সুখের রথে।
নিভু নিভু চোখে জ্বালাও মনের প্রদীপ,
লজ্জায় মরে যাক সত্যবতী;
ক্ষুদ্র এ দান ধারন করো জঠরে তোমার
ধন্য করো অমরাবতী।
ঢাকা
২২/০২/১৫
0 comments:
Post a Comment