স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Monday, May 18, 2015
ছিন্নপত্র-৩০।
মোঃ জসিম উদ্দিন
একদিন অবলীলায় মাথা পেতে দেবো
তোমার ভালবাসার গিলোটিনে,
নিথর দেহ, সরব রক্তস্রোতে
সিক্ত হবে তোমার বানে!
তোমার ভালবাসার গিলোটিনে,
নিথর দেহ, সরব রক্তস্রোতে
সিক্ত হবে তোমার বানে!
একদিন জানবে লোকে,
প্রেমিক, পুরুষ হয়, নর্তক নয়!
কষ্টের হলাহল পান করেও অবলীলায়
যে হাসে, মিথ্যে সে কী করে হয়?
উত্তরা
২০/০১/১৫
প্রেমিক, পুরুষ হয়, নর্তক নয়!
কষ্টের হলাহল পান করেও অবলীলায়
যে হাসে, মিথ্যে সে কী করে হয়?
উত্তরা
২০/০১/১৫
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২৯।
মোঃ জসিম উদ্দিন
আকাশ দেখে উদাস আর হয় না পাখির মন,
রংধনুতে নেইকো সুখের সবুজ আবেদন।
কে হেথা হায় করলো কালের এমন বস্ত্রহরণ?
তাই কী আমায় চিনতে আবার আমাকেই আজ স্মরণ?
রংধনুতে নেইকো সুখের সবুজ আবেদন।
কে হেথা হায় করলো কালের এমন বস্ত্রহরণ?
তাই কী আমায় চিনতে আবার আমাকেই আজ স্মরণ?
উত্তরা
০৪/১২/১৪
০৪/১২/১৪
Labels:
bangla kobita,
bangla poem,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২৮।
মোঃ জসিম উদ্দিন
যে কথা মনের কথা,
যায় না বলা,
সেখানে জমে থাকে
লুকোনো ব্যথা।
তুমি আছো, আমি আছি,
তবু কেহ নেই,
তোমাতে আমাকে খোঁজা
সেই ব্যথাতেই।
উত্তরা
০৮/১১/'১৪
যায় না বলা,
সেখানে জমে থাকে
লুকোনো ব্যথা।
তুমি আছো, আমি আছি,
তবু কেহ নেই,
তোমাতে আমাকে খোঁজা
সেই ব্যথাতেই।
উত্তরা
০৮/১১/'১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২৭।
মোঃ জসিম উদ্দিন
তারপর অন্ধকার দৃষ্টি জুড়ে
ক্ষণে ক্ষণে পড়ে মনে আবেগী অতীত
'এক ডালে দুই পাখি এক ভাবনায়
দিন রাত খেঁটে মরা স্বপ্ন বোনায়,'
ক্ষণে ক্ষণে পড়ে মনে আবেগী অতীত
'এক ডালে দুই পাখি এক ভাবনায়
দিন রাত খেঁটে মরা স্বপ্ন বোনায়,'
তুমি ছিলে কবিতায় চন্দ্রিমা গীত;
ভুলে ভুলে যাই আজ কে কোথা আমি!
কোথা আজ জমে মেঘ, কোথা ঝরে নয়নের বারি !
এস.এম.হল, ঢাবি
২৪ সেপ্টেম্বর ২০১১
ভুলে ভুলে যাই আজ কে কোথা আমি!
কোথা আজ জমে মেঘ, কোথা ঝরে নয়নের বারি !
এস.এম.হল, ঢাবি
২৪ সেপ্টেম্বর ২০১১
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২৬।
মোঃ জসিম উদ্দিন
হারিয়ে খুঁজি পথের দিশা,
হারালো পথ, নামলো নিশা।
ভ্রমর কালো অন্ধকারে
খুঁজিয়া মরি আপনারে।
হারালো পথ, নামলো নিশা।
ভ্রমর কালো অন্ধকারে
খুঁজিয়া মরি আপনারে।
কোথায় পাবো কোন খানেতে
ভাসছি ভুলের জল-সাগরে!
এস.এম.হল, ঢাবি
২৬ অক্টোবর ২০১১
ভাসছি ভুলের জল-সাগরে!
এস.এম.হল, ঢাবি
২৬ অক্টোবর ২০১১
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২৫।
মোঃ জসিম উদ্দিন
যে আলো হায় আঁধারে হারায়
তার তরে কে দু’হাত বাড়ায়?
যদি স্বপ্ন যাহা হারায়ে যায়
বলো, তাহারে আর খুঁজিবো কোথায়?
এস এম হল, ঢাবি
০৮ অক্টোবর ২০০৯
তার তরে কে দু’হাত বাড়ায়?
যদি স্বপ্ন যাহা হারায়ে যায়
বলো, তাহারে আর খুঁজিবো কোথায়?
এস এম হল, ঢাবি
০৮ অক্টোবর ২০০৯
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২৪।
মোঃ জসিম উদ্দিন
আমি অথই আঁধার মাড়িয়ে
সব টুকু চাঁদোয়ায়
স্নান করবো...।
আমি সীমাহীন সীমান্তে
সব টুকু চাঁদোয়ায়
স্নান করবো...।
আমি সীমাহীন সীমান্তে
প্রচণ্ড আবেগে স্নাত হবো...।
আমি কালের ছায়া মুছে
মহাকাল হবো
শুধু তোমার
শুধু তোমারই
... ... হাত ধরে।
০৯ সেপ্টেম্বর ২০১৪
উত্তরা
আমি কালের ছায়া মুছে
মহাকাল হবো
শুধু তোমার
শুধু তোমারই
... ... হাত ধরে।
০৯ সেপ্টেম্বর ২০১৪
উত্তরা
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২৩ ।
মোঃ জসিম উদ্দিন
সব ভুলে জীবনে
হৃদয়ের গহীনে
রাখিবো তোমা।
দূরে হেথা হিমাচল
হৃদয়ের গহীনে
রাখিবো তোমা।
দূরে হেথা হিমাচল
প্রেম যেথা অবিচল
তুমি যে সুন্দরী শ্যামা।
যাই খুঁজি আজি
প্রাণ রেখে বাজি
চাই যে তোমারই ছোঁয়া।
উত্তরা
২৫ আগস্ট ২০১৪
তুমি যে সুন্দরী শ্যামা।
যাই খুঁজি আজি
প্রাণ রেখে বাজি
চাই যে তোমারই ছোঁয়া।
উত্তরা
২৫ আগস্ট ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২২ ।
মোঃ জসিম উদ্দিন
উপমা নেই, শিরোনামহীন
তবু তুমি মোর কবিতা
বন্ধনা হাসি, বাসনা রাশি রাশি
প্রেমময় প্রিয়তা
তবু তুমি মোর কবিতা
বন্ধনা হাসি, বাসনা রাশি রাশি
প্রেমময় প্রিয়তা
সুরেলা কথাতে প্রাণে জাগা ব্যথাতে
বাজো তুমি মোর গান
প্রিয় তুমি তবু হৃদয় জ্যোতিতে
চির সুন্দর, চির অম্লান।
উত্তরা
২০ আগস্ট ২০১৪
বাজো তুমি মোর গান
প্রিয় তুমি তবু হৃদয় জ্যোতিতে
চির সুন্দর, চির অম্লান।
উত্তরা
২০ আগস্ট ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২১।
মোঃ জসিম উদ্দিন
আমার অনেক আকাশ
সেতো শরতের নীল
শ্রাবণের বারিপাত সে
স্বাপ্নিক ঝিলমিল
সেতো শরতের নীল
শ্রাবণের বারিপাত সে
স্বাপ্নিক ঝিলমিল
বেদনার সাঁতার সে
সুখের জলধায়
ভালবাসার মায়া সে
জেগে রয় নিরবধি।
উত্তরা
১৯ আগস্ট ২০১৪
সুখের জলধায়
ভালবাসার মায়া সে
জেগে রয় নিরবধি।
উত্তরা
১৯ আগস্ট ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-২০ ।
মোঃ জসিম উদ্দিন
নীল জোছনায় সাঁতার দেবো
চাইছি তোমা' তাই
বুকের ভেতর কেমন তুমি
খুঁজে নাহি পাই
চাইছি তোমা' তাই
বুকের ভেতর কেমন তুমি
খুঁজে নাহি পাই
তোমার মাঝে আমার বসত
তাইতো আমি জানি
তোমার সুখে হবো সুখি
তাই নিয়েছি মানি।
উত্তরা
১৩ আগস্ট ২০১৪
তাইতো আমি জানি
তোমার সুখে হবো সুখি
তাই নিয়েছি মানি।
উত্তরা
১৩ আগস্ট ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিঁচকে চোর ।
মোঃ জসিম উদ্দিন
অতীত এ সমাজে আসিবে
শেষে, হানা দেবে বদ্ধ ঘরে অন্ধকারে
সশস্ত্র সদলবলে ক্রমে ক্রমে
আক্রমিবে বারংবার 'মার্চ অনে',
কর্তা তখন ধ্বংস হোক আর থাক।
অতীত এসেছে অবশেষে
শাবল, গাইতি, দা
প্রয়োজন যথা যা,
মালিক তথায় ঘুমের ঘোরে
ঠুনকো শব্দে জাগতে পারে
সশস্ত্র সদলবলে ক্রমে ক্রমে
আক্রমিবে বারংবার 'মার্চ অনে',
কর্তা তখন ধ্বংস হোক আর থাক।
অতীত এসেছে অবশেষে
শাবল, গাইতি, দা
প্রয়োজন যথা যা,
মালিক তথায় ঘুমের ঘোরে
ঠুনকো শব্দে জাগতে পারে
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Tuesday, May 12, 2015
এখন তুমি কেমন আছো।
মোঃ জসিম উদ্দিন
এখনও কী তেমনি হাসো?
কান্না তোমায় যায় কী ছুঁয়ে
আমার পথের পানে চেয়ে?
সাত সকালে এখনও কী
রবির মত দাও গো উঁকি,
আসবো আমি বলে,
একটু দুয়ার খুলে।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
আবার কোনো একদিন।
মোঃ জসিম উদ্দিন
জোনাকিরা জেগে ওঠে নক্ষত্রের তলে
ধানখেত জুড়ে থাকে অথৈ আঁধার,
রিনিঝিনি নূপুরে পুবালী বাতাস
ঝড় তুলে জেগে রয় হৃদয়ে দহন,
মুখের পরে রেশমী আঁচল সুবাতাস তোমার
আর দীঘল চুলের স্পর্শ কামনার ঘায়
আমার দেহের পরতে পরতে সুগন্ধ তোমার
আজও আমি পাই,
চাঁদ গেলে ডুবে,
আবার কোনো একদিন
জেগে ওঠবোনক্ষত্রের রাতে
তোমারইপ্রতীক্ষায়, তেমনি করে, সুগন্ধের আশায়
নক্ষত্র হলে তুমি, আমিও হেথায় ।
উত্তরা
২৯ সেপ্টেম্বর ২০১৩
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
উদাসীন একদিন আমিও ছিলাম ।
মোঃ জসিম উদ্দিন
হিম হয়ে এসেছিল হৃদয়ে শিশির
রাখিনি খবর
কতো পাখি বুনেছে ঘর মায়াবী রাতে
নিজ হাতে দিয়েছি কাহারও কবর।
কখন শ্রাবণ এলো, হেমন্ত ফুরিয়ে গেল
কাশফুল পেঁজা তুলোর মতো মনের আকাশে;
উঁকি কী দিয়েছিলো প্রেম কামনার প্রকাশে
রাখিনি খবর
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
প্রবাল।
মোঃ জসিম উদ্দিন
লুকিয়েছে মুখ কোন এক পরিযায়ী রূপসীর বুকের পরে;
অসীম প্রেম করেছে মাতাল, দিয়েছে চাতাল ভরে
রাশি রাশি কামনার ফসল বিন্দু বিন্দু জলে
সৌন্দর্য সঞ্চারি প্রেয়সীর নয়ন জুড়ে
সোনা-রুপা-লাবন্য কণা কণা শুভ্রতার ঢালে
প্রিয়তমার এক ফোঁটা অশ্রু যদি ঝরে প্রেমিকের ভালে
কেউ কী জানে কতো প্রেম কতো রুপে
উছলে ওঠে গোপনে গোপনে মনের সমুদ্রতটে?
জানে শুধু রূপঙ্কর। আর না জানে কেহ!
উত্তরা
২০/১১/১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
সোহাগ রাত।
মোঃ জসিম উদ্দিন
স্বপন করে খেলা,
নূতন রঙে সারা অঙ্গে
বসে সুখের মেলা।
বুকের মাঝে ঢংকা বাজে
ভুলি জগত কুল,
প্রেমের ঘায়ে মূর্ছা যায়
আমায় করে আকুল।
বুকের পরে চুপটি করে
ঘুমায় সুখের পাখি,
গভীর রাতে জ্যোৎস্না হাতে
জাগায় আমায় ডাকি।
চন্দ্রালোতে উঠি মেতে
করে জ্যোৎস্না স্নান,
দু'টি পাখি খুঁজি ফিরি
প্রাণের মাঝে প্রাণ।
উত্তরা
০১/১২/'১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ভালোবাসি।
মোঃ জসিম উদ্দিন
ভালোবাসি আকাশ,
প্রাণদায়ী বাতাস।
ভালোবাসি পাখি,
সবুজাভ আঁখি।
প্রাণদায়ী বাতাস।
ভালোবাসি পাখি,
সবুজাভ আঁখি।
ভালোবাসি ফুল
যবে সুবাসে আকুল।
ভালোবাসি সবুজ
হলে তব চোখে অবুঝ।
ভালোবাসি নদী
জল হয়ে ছোটে যদি।
ভালোবাসি প্রেম
যবে সুবাসে আকুল।
ভালোবাসি সবুজ
হলে তব চোখে অবুঝ।
ভালোবাসি নদী
জল হয়ে ছোটে যদি।
ভালোবাসি প্রেম
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
আকাঙ্ক্ষা।
মোঃ জসিম উদ্দিন
তোমারে ভজিয়া ভজিয়া, ভজনালয়েখুঁজিয়া ফিরি আপনারে, আপন আলয়ে
সীমাহীন আঁধার, পুরিতে চাহি তব আলোয়
পাইনে খুঁজে আজি দখিন দ্বার, বৈশাখী প্রলয়ে।
বঞ্চনা মম ব্যাঞ্জনা হয়, ভয় শুধু ভয়ে কাঁপিছে হৃদয়
মুক্তির বাণী জানিনেকো আমি, তাতে যতো সংশয়।
কৃপা করে কবে বক্ষে তব লভে, পথিক চিনিনে পথ,
দিশাহীন পূজক,কাঁদিছে বসে, খোঁজে তব আলোর রথ।
কতো হাসি-ছলে কামনার জলে চাহিয়াছি তোমা
যতবার আমি পাতিয়াছি বুক,দিয়ে গেছো দুখ, পাইনি ক্ষমা।
উত্তরা
০৯ এপ্রিল ২০১৫
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
কামনা।
মোঃ জসিম উদ্দিন
অস্তিত্বের বাঁধনে এবার তুমি বাঁধো গো আমায়নিবিড়ে গভীর মমতায়;
শিহরিয়া উঠুক অলিন্দ-নিলয়
প্রেমের কামনায়, সুখের মোহনায়।
হাতে হাত রাখো সখি ,
রাখো নয়নে নয়ন;
নিঃশ্বাসে নিঃশ্বাস জড়াক সখি,
করে জ্যোৎস্নার জলে রমন।
গহিনে ডুবাও সখি,
ভাসাও প্রেমের স্রোতে
চাওয়া-পাওয়া আজা এক যাক,
মোদের সুখের রথে।
নিভু নিভু চোখে জ্বালাও মনের প্রদীপ,
লজ্জায় মরে যাক সত্যবতী;
ক্ষুদ্র এ দান ধারন করো জঠরে তোমার
ধন্য করো অমরাবতী।
ঢাকা
২২/০২/১৫
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
অভিমানী মেয়ে।
মোঃ জসিম উদ্দিন
কতো কথা তাহার মনে অঙ্গার হয়ে জ্বলেকয়না কথা শুকপাখিটি ভাসে চোখের জলে।
হিজলতলে শীতল ছায়া একলা পায়ে দলে,
মনের ব্যথা ফুল-পাখিতে কেঁদে কেঁদে বলে।
সবাই শুধু অবাক তাকায়, হাজার প্রশ্নে ভাবে,
"কান্না এতো এই পরীটি কেমন করে স'বে!"
পাতায় যখন অশ্রু পড়ে, বৃক্ষ তখন ভাবে,
বৃষ্টি এতো ছোট্ট পরী কেমনে চোখে ধরে।
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
তোমাকে।
মোঃ জসিম উদ্দিন
তোমাকে পেয়েছি ভেবেকতো রাত ঘুমুতে পারিনিঅকারণ সুখে।
কতো বিনিদ্র রজনী একান্তকবিতা লিখেছি
তোমাকে ভেবে,স্মৃতিগুলো আজ বড্ডোপীড়া দেয়
সীমাহীন দুঃখে!
হাসি-কান্নার কতো না ছবি, কতোটা তার খুনসুটি
ভাসিনি কি মোরা আবেগেরজলে?কতো রাত কাটিয়েছি কেঁদেতোমাকে পেতে;
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Subscribe to:
Posts (Atom)
কিছু কথা