bangla poem
হৃদয় যা বোঝে, না পারিলাম বোঝাতেমনের গভীর রঙে পারিনিকো সাঁজাতে
আমার ফিরে পাওয়া প্রিয়ারে।
পলাতকা, হাসে-কাঁদে ঘোর লাগা কবিতায়
বুকের গহীন কোনে আদিম এক মমতায়
ভাঙ্গিয়া আবার গড়ে কাহারে!
প্রেম,মরে মরে বেঁচে রয় আদিম খেলায়
হাসির আড়ালে খুঁজিয়া, প্রেম সে কোথায়,
কেমনে বিধাতা রেখেছে লুকায়ে!
চিনচিনে ব্যথা জাগে ভাবনার দেয়ালে
কেন সে ভাঙ্গে গড়ে আপনার খেয়ালে
বুকের তুরাগ হায় যায় যে শুকায়ে!
দেখেও দেখেনা সে, বুঝি এই তার ছল
খুলিয়া দিয়াছি তবু মনের আগল
সুহাসিনী থাকুক জুড়িয়া।
আঁধারে পথ চলা চাঁদ খুঁজে আকাশে
ফিসফিস কথা বলে কে যেন বাতাসে,
হৃদয়ের বড়ো কাছে আসিয়া!
.............মোঃ জসিম উদ্দিন
উত্তরা২৯ জুন ২০১৪