স্বল্পমূূল্যে ইউনিক লোগো তৈরি করুন।
যোগাযোগ: ০১৬৭১-৬৯৪৪০০
Thursday, July 17, 2014
ছিন্নপত্র-১৭ ।
শুনেছি,
অনেক আকাশ সান্ত্বনার মেঘে
ছায়া হয়,
কিছু আকাশ নীলের তাপদহে ক্লান্ত,
চাতক হয়ে খোঁজে
শ্রাবণের বারিপাত...।
আমার কোন জাত নেই,
না রঙ, না ছায়া,
না আষাঢ়ী নয়নের ধারাপাত...।
আমার কোন জাত নেই
না রঙ, না ছায়া
না আনন্দাশ্রু কোনও ।
.......................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৬ ।
আঁধো আলো আঁধো ছায়া'
হাতরে বেড়াই আপন কায়া।
স্বপ্নলোকের নিত্য মায়া
করছে আমায় যেন ধাওয়া।
কী করে হায় পাবো আলো
মনের ঘরে জ্বালো প্রদীপ জ্বালো।
আর কতকাল খুঁজবো তারে
খুঁজে খুঁজে ক্লান্ত যারে।
হাতরে বেড়াই আপন কায়া।
স্বপ্নলোকের নিত্য মায়া
করছে আমায় যেন ধাওয়া।
কী করে হায় পাবো আলো
মনের ঘরে জ্বালো প্রদীপ জ্বালো।
আর কতকাল খুঁজবো তারে
খুঁজে খুঁজে ক্লান্ত যারে।
.......................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৮ ।
আজ যদি বৃষ্টি নামে
গভীর মমতায়,
শীতল পাটি বিছানো হয়
আকাশ-গঙ্গা্য়,
শ্রাবণ যদি প্লাবন ডাকে
নীরব বেদনায়,
আমরা রবো ভালোবাসা'
সুখের মোহনায়।
গভীর মমতায়,
শীতল পাটি বিছানো হয়
আকাশ-গঙ্গা্য়,
শ্রাবণ যদি প্লাবন ডাকে
নীরব বেদনায়,
আমরা রবো ভালোবাসা'
সুখের মোহনায়।
............মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৯ ।
'ভালোবাসা এক দিন ফিরে ফিরে আসে
নক্ষত্রের জলে ভেজা আলোয়,' কত্তো শুনেছি।
তবু প্রেম নীল হয় প্রেয়সীর চোখে যখনই
খুঁজি তাকে বুকে পাতা চিতোয়
মহারণ ঘটে হৃদয়ের ঘরে, অতি অকস্মাৎ
কে যেন বললো কানে কানে,
"ভালোবাসা তাহার সপ্নে যাহার নিদারুণ খরা।"
নক্ষত্রের জলে ভেজা আলোয়,' কত্তো শুনেছি।
তবু প্রেম নীল হয় প্রেয়সীর চোখে যখনই
খুঁজি তাকে বুকে পাতা চিতোয়
মহারণ ঘটে হৃদয়ের ঘরে, অতি অকস্মাৎ
কে যেন বললো কানে কানে,
"ভালোবাসা তাহার সপ্নে যাহার নিদারুণ খরা।"
............................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Monday, July 14, 2014
ছিন্নপত্র-১৫ ।
দেবে কী আমায় একটি আকাশ
স্বপ্নালোকে মোড়া?
দেবে কী ছায়া, চাঁদোয়া হয়ে
হৃদয় দিয়ে ঘেরা?
নেবে কী মায়ায় জল-জোছনা
ঝর্না ধারা হয়ে?
দেখবো জীবন ভালবাসার
আদর বুকে লয়ে!
....................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৪ ।
কেন তবে নীলে নীলে
তারাদের ঝিলমিল
রাত যদি না জাগে?
কেন তবে সুরে সুরে
পথ হয় বন্ধুর
শেষ যদি শুরুর আগে?
.........................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১৩ ।
চলে যাওয়া সময় কভু
ঘরে ফেরেনা,
ফেলে আসা স্মৃতিতে হায়
মন ভরেনা।
মরে যাওয়া গাঙে হায়
জাগে নাকো বেগ,
হারানো কী শুধু চিরদিন
সীমাহীন ত্যাগ?
....................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Saturday, July 12, 2014
খোঁজা ।
মেঘ করেছিলো,
তাতে কতো অভিমান,
রবির কিরণে হাসে
যদিও রোদেলা পরাণ।
আকাশ লুটায়ে পড়ে
গোধূলি কোণে
কুয়াশায় ভিজে হেথা
স্মৃতির টানে।
তবু তুমি রয়ে যাও
দূর বহু দূর,
খুঁজে আমি দিশেহারা
নূপুরের সুর।
তাতে কতো অভিমান,
রবির কিরণে হাসে
যদিও রোদেলা পরাণ।
আকাশ লুটায়ে পড়ে
গোধূলি কোণে
কুয়াশায় ভিজে হেথা
স্মৃতির টানে।
তবু তুমি রয়ে যাও
দূর বহু দূর,
খুঁজে আমি দিশেহারা
নূপুরের সুর।
.......................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র- ১২ ।
যদি কভু চলে যেতে হয় সময়ের হাত ধরে
কালের অনন্ত অসীম গহ্বরে?
যদি মুছে যায় ফেরার পথ
অনাদিকালের আহ্বানে
তবে দোষ দিওনা ভুলে
আমি যে সময়েরই সন্তান।
কালের অনন্ত অসীম গহ্বরে?
যদি মুছে যায় ফেরার পথ
অনাদিকালের আহ্বানে
তবে দোষ দিওনা ভুলে
আমি যে সময়েরই সন্তান।
.........................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-১১ ।
সুধাবারে চাহে মন
গাহিবারে চাহে গান
দেখাবারে চাহে খুলিয়া হিয়া,
হে নাবিক, পূর্ব গগনে
দেয়া স্বনিল স্বঘনে
হারালো সাহারা পিয়া।
নাশি কালো ফনা আজি
সাজাতে যে চাহে সাঁজি
দূরে ঠেলে অপ্সরী ভ্রম,
কুল মূলে সে যে নির্ভুল
বাঁজায় ওপারে ঢোল
তোলপাড়ে আহা চিত্ত মম।
গাহিবারে চাহে গান
দেখাবারে চাহে খুলিয়া হিয়া,
হে নাবিক, পূর্ব গগনে
দেয়া স্বনিল স্বঘনে
হারালো সাহারা পিয়া।
নাশি কালো ফনা আজি
সাজাতে যে চাহে সাঁজি
দূরে ঠেলে অপ্সরী ভ্রম,
কুল মূলে সে যে নির্ভুল
বাঁজায় ওপারে ঢোল
তোলপাড়ে আহা চিত্ত মম।
...........................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Thursday, July 10, 2014
গান - ১০ ।
হয়ে ফোঁটে
যদি তোর ভাল লাগা স্বপ্ন
হয়ে জোটে
তবে রোদেলা আকাশ মেখে
দেব তোর ঐ লাল ঠোঁটে।
আমি স্বপ্ন গড়ি তোরই চোখে
গভীর মমতায়
কষ্ট গুলো মুছে দেবো
ভালোবাসার ছোঁয়ায়
যদি তোর চোখের কোনে
অশ্রুকণা মুক্তো হয়ে ছোটে।
তুই যে আমার জীবন প্রদীপ
আমার জীবন তরী
তোর কারনে পাড়ি দেবো
আমি মৃত্যুপুরী
যদি তোর ঘুম ভাঙ্গা ভোর আমার
হয়ে ওঠে।
................... মোঃ জসিম উদ্দিন
এস। এম হল, ঢাবি
০৪ আগস্ট ২০১০
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
গান-০৯ ।
তুমিতো জানতে আমার এই বুকে
তুমি ছাড়া আর কেউ নাই গো
তুমি ছাড়া আর কেউ নাই
তোমাকেই শুধু বেসেছি ভালো, তোমাকেই
এ বুকে ফিরে পেতে চাই গো
এ বুকে ফিরে পেতে চাই...
অন্যের ঘরে চলে যাবে তুমি
আসবে না কোনও ফিরে
একরাশ যন্ত্রণা এ বুকে চেপে
চলে যাবো আমি বহুদূরে;
চির সুখি হও তুমি
(বন্ধু) করি শুধু এই কামনাই গো
করি শুধু এই কামনাই...
রাত জাগা জোনাকি কাঁদে আজ গোপনে
তোমার চোখে নেই কোন জল
তুমি তো এমন ছিলেনা কখনও
তবু ঝরে চোখে ব্যথারই অনল;
তুমিহীন পৃথিবীতে কী করে আমি
(বন্ধু) বলে যাও আজ শুধু তাই গো
বলে যাও আজ শুধু তাই...
২৩ ফেব্রুয়ারি ২০০৩
তুমি ছাড়া আর কেউ নাই গো
তুমি ছাড়া আর কেউ নাই
তোমাকেই শুধু বেসেছি ভালো, তোমাকেই
এ বুকে ফিরে পেতে চাই গো
এ বুকে ফিরে পেতে চাই...
অন্যের ঘরে চলে যাবে তুমি
আসবে না কোনও ফিরে
একরাশ যন্ত্রণা এ বুকে চেপে
চলে যাবো আমি বহুদূরে;
চির সুখি হও তুমি
(বন্ধু) করি শুধু এই কামনাই গো
করি শুধু এই কামনাই...
রাত জাগা জোনাকি কাঁদে আজ গোপনে
তোমার চোখে নেই কোন জল
তুমি তো এমন ছিলেনা কখনও
তবু ঝরে চোখে ব্যথারই অনল;
তুমিহীন পৃথিবীতে কী করে আমি
(বন্ধু) বলে যাও আজ শুধু তাই গো
বলে যাও আজ শুধু তাই...
..............মোঃ জসিম উদ্দিন
চট্টগ্রাম কলেজ২৩ ফেব্রুয়ারি ২০০৩
Labels:
bangla gaan,
Bangla Lyrics,
bangla song,
গান
ছিন্নপত্র-১০ ।
আমার বলতে আছে আমার
একটু খানি আকাশ,
মেঘের ছায়া, রোদের মায়া
স্বপ্ন ধোয়া বাতাস।
তোমার সুখে হাসবো আমি
কাঁদবো তোমার দুঃখে,
বুকের ঘরে যতন করে
পুষবো হাসি মুখে।
একটু খানি আকাশ,
মেঘের ছায়া, রোদের মায়া
স্বপ্ন ধোয়া বাতাস।
তোমার সুখে হাসবো আমি
কাঁদবো তোমার দুঃখে,
বুকের ঘরে যতন করে
পুষবো হাসি মুখে।
..........মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-৯।
আজ তার আকাশ জুড়ে
কষ্ট কষ্ট কথা,
গুমরে ওঠে ক্ষণে ক্ষণে
ভেঙ্গে নিরবতা।
আজ তার হৃদয় কোনে নেইকো
প্রাণের মিছিল,
চোখের ভাষা জলের ঘাটে,
কাঁদে গাঙচিল।
................মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-৮ ।
চাইনা আমি ভুলতে কভু
ছায়া তব,
তাইতো আমি তোমার মাঝে
মিশে রবো।
আমার ঘরে তোমার আলোর
বর্ষা হবে,
তোমার মনে যখন আমার
হৃদয় রবে।
............মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
ছিন্নপত্র-৭।
তুমি যাকে আলো বলো
আমি বলি ছায়া,
যাকে তুমি সুখ বলো
আমি বলি মায়া।
যাকে তুমি ভাবো আজ
রঙিন বাসনা,
মানি আমি বেঁচে থাকা
জাগতিক কামনা।
...........মোঃ জসিম উদ্দিন
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Monday, July 7, 2014
স্মৃতি কাতরতা ।।
bangla poem
শেষ কবে শ্রাবণের ঢল দেখেছো?তীব্র হিমে হেলেঞ্চার ফুল কিংবা
সরিষার খেতে মৌমাছির মিছিল?
কিংবা ডালিমের বুকচেরা রক্তাক্ত হৃদয়?
কিংবা পৌষের নিঃঝুম রাতে পেঁচকের আর্তনাদ
তারাদের লুকোচুরি, অথবা উল্কাপাত?
জোনাকির আরাধনা রাতের গহিনে
সবুজের স্নান যেথা ঘাসের বনে?
দেখেছো কী শোভা তুমি ক্ষণিক পলকে
যেথা আমি নিদহীন চোখ রেখে তোমার অলকে?
মনে কী পড়ে শেষ কবে ঝড়ের রাতে
ফোঁটায় ফোঁটায় চন্দ্র ঝরে, দু'চোখ ভরে কান্না তোমার,
মুখ লুকিয়ে বুকের ঘরে?
মনে কী পড়ে শেষ কবে.. 'তোমাকেই ভালোবাসি' বলে
লজ্জায় একসারা তুমি?
তাকিয়ে আছি বৃষ্টি ফোঁটায়, অতীত আমায় শুধুই ভাবায়।
কোথায় তুমি কোন কাননে, পড়ে না কী কভুই মনে?
অতীত তুমি এমনি করে আর কতকাল
স্বপ্নমাখা রাত গুলো সব করবে সকাল?
শেষ কবে গিয়েছিলে মন রাঙিয়ে?
শেষ কবে...?
এমনি করে প্রশ্ন হাজার যাচ্ছে সদাই ঘুম ভাঙ্গিয়ে!
.......................................
মোঃ জসিম উদ্দিন
উত্তরা
০৫ জুলাই ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Saturday, July 5, 2014
চাওয়া ।।
bangla poem
পোড়া বুকে ঝড়ো হাওয়াকষ্ট নদীর ঢেউ,
তিক্ত মরুর দীপ্ত দহন
নেভেনা অশ্রুতেও।
দিগ্বলয়ে কুজ্ঝটিকা
নিত্য আঘাত হানে,
ছিন্ন সুরে দৈন্য বীনা
ভাসায় গানের বানে।
ব্যথার তোড়ে আত্মা মুড়ে
শ্মশানে নেয় ঠাঁই,
ভবিতব্য নয় তো সভ্য
বৃত্তিক ভালে পাই।
পাষাণ বুকে স্বপন ভীষণ
কষ্টে পুড়ে খাঁক,
আশার নদী তাথৈ নিতি
নিচ্ছে শুধু বাঁক। ................মোঃ জসিম উদ্দিন
উত্তরা
০৩ জুলাই ২০১৪
Labels:
bangla kobita,
bangla poem,
Love poems,
poems,
short poems,
কবিতা
Subscribe to:
Posts (Atom)
কিছু কথা